atv sangbad

Blog Post

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের তিন সদস্য গ্রেফতার

জয়পুরহাট, এটিভি সংবাদ 

জয়পুরহাটে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় জালিয়াতি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় নিয়োগ পরীক্ষার প্রবেশপত্রসহ বিভিন্ন ইলেক্ট্রনিক্স ডিভাইস উদ্ধার করা হয়। বুধবার (৩১ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এক প্রেস বিফ্রিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান জয়পুরহাট পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম।

গ্রেফতারকৃতরা- পাঁচবিবি উপজেলার পশ্চিম বালিঘাটা এলাকার আনিছ উদ্দিনের ছেলে অধ্যক্ষ রুস্তম আলী (৫৩)। তিনি উচাই কলেজের প্রিন্সিপাল হিসেবে কর্তব্যরত। অন্য দুজন জালিয়াতী চক্রের মূল মাস্টারমাইন্ড বগুড়া সদর উপজেলার গোকুল এলাকার আব্দুল ওয়াহেদের ছেলে ইশান ইমতিয়াজ হৃদয় (৩০) ও কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হরিনগাছী এলাকার আরজ আলীর ছেলে রোকনুজ্জামান রোকন (২৯)।

পুলিশ সুপার মোহাম্মদ নূরে আলম জানান, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ পরীক্ষায় এ চক্রটি টাকার বিনিময়ে পরীক্ষার্থীদের পাস করানোর প্রতিশ্রুতি দেয়। তারা বিভিন্ন ডিভাইসের মাধ্যমে প্রার্থীদের পাশ করিয়ে দিবে প্রতিশ্রুতি দিয়ে অবস্থান করছিলেন। এমন গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাটের পাঁচবিবি ও বগুড়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :