atv sangbad

Blog Post

atv sangbad > প্রচ্ছদ > শেরপুরে বিনার ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের গবেষণা পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

শেরপুরে বিনার ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের গবেষণা পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

মো. শামছুল হক, শেরপুর প্রতিনিধি, এটিভি সংবাদ  

শেরপুরে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) এর ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের গবেষণা পরিকল্পনা কর্মশালা ২০২৪-২৫ অনুষ্ঠিত হয়েছে। ১৬ মে বৃহস্পতিবার বেলা ১১ টায় বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) নালিতাবাড়ী উপকেন্দ্রে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য দেন বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) ময়মনসিংহের মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলাম।

ময়মনসিংহ বিনার মুখ্য বৈজ্ঞানিক কমকর্তা ও গবেষণা সমন্বয়ক ড. মো. সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, শেরপুর কৃষি সম্প্র‍সারণ অধিদপ্তরের উপপরিচালক ড. সুকল্প দাস, নেত্রকোনার উপ-পরিচালক কৃষিবিদ মো. নুরুজ্জামান, বীজ প্রত্যয়ন অফিসার ড. সালমা লাইজু, বিনা নালিতাবাড়ী উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কমকর্তা কৃষিবিদ ফরহাদ হোসেন।

বিনার রাজস্ব খাতের অর্থায়নে দিনব্যাপী এ কর্মশালায় ময়মনসিংহ ও সিলেট অঞ্চলের বিনার বিভিন্ন বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :