atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > ফের সেন্টমার্টিনে আটকা পড়েছেন তিন শতাধিক পর্যটক
ফাইল ছবি

ফের সেন্টমার্টিনে আটকা পড়েছেন তিন শতাধিক পর্যটক

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ 

কক্সবাজারে বৈরী আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। দ্বীপটিতে বেড়াতে গিয়ে আটকা পড়েছেন শতাধিক পর্যটক, এর আগে ৩০ সেপ্টেম্বর দ্বীপটিতে ঘুরতে গিয়ে আটকা পড়েন ২ শতাধিক পর্যটক।

মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে সমুদ্রে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ রাখার নির্দেশনা জারি করা হয়েছে।  টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আদনান চৌধুরী নিশ্চিত করেছেন।

তিনি বলেন, শুক্রবার সকালে এমভি বারো আউলিয়া জাহাজটি ৮৫২ জন পর্যটক নিয়ে টেকনাফ থেকে সেন্টমার্টিন দ্বীপের উদ্দেশ্যে রওনা দেয়। তবে বিকেলে প্রতিকূল আবহাওয়ার কারণে জাহাজটি ৬০০ শতাধিক পর্যটক নিয়ে ফিরে আসে। বাকি পর্যটকেরা দ্বীপে রাত্রিযাপন করেন। আপাতত তারা সেখানে আটকা আছেন। তবে দ্বীপে আটকা পড়া পর্যটকদের নিরাপত্তা ও সুরক্ষা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্থানীয় জনপ্রতিনিধি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে বলে আশ্বস্ত করেছেন ইউএনও।

বৈরী আবহাওয়ার মধ্যে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ অবস্থায় কক্সবাজারের আবহাওয়া অধিদপ্তর উপকূলীয় এলাকায় ৩ নম্বর সংকেত জারি করে সামুদ্রিক নৌযানকে সতর্কতার নির্দেশ দিয়েছে।

বুধবার (২৭ সেপ্টেম্বর) থেকে এমভি বারো আউলিয়া টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পরীক্ষামূলক চলাচল শুরু করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :