atv sangbad

Blog Post

atv sangbad > অপরাধ-অনুসন্ধান > ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণা, গ্রেপ্তার ১

ফেসবুকে ভুয়া আইডি খুলে প্রতারণা, গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক প্রবাসী ব্যক্তির নামে ভুয়া আইডি খুলে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ করার অভিযোগে মিজানুর রহমান চৌধুরী নামের একজনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ। গতকাল বুধবার ভোরে রংপুরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহার করা দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অর্গানাইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার শিপ্রা রানী দাস এসব তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, ‘ভিকটিমের বন্ধু অস্ট্রেলিয়াপ্রবাসী। ২৮ এপ্রিল ভিকটিমের বন্ধুর নাম ও ছবি ব্যবহার করা একটি ফেসবুক আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট এলে ভিকটিম তা অ্যাকসেপ্ট করেন। মেসেঞ্জারে চ্যাটিংয়ের এক পর্যায়ে প্রতারক অস্ট্রেলিয়া থেকে দেশে আসার কথা বলেন। এ সময় প্রতারক ভিকটিমকে চট্টগ্রাম থেকে ঢাকায় আসার বিমান টিকিট কনফার্ম করার জন্য ট্রাভেল এজেন্সির একটি নম্বর দিয়ে ১৮ হাজার ৮০০ টাকা পাঠাতে বলেন।
ভিকটিম সেই বিকাশ নম্বরে টাকা পাঠান। পরে ২৯ এপ্রিল ভিকটিম চ্যাটিংয়ের সব মেসেজ ডিলেট দেখতে পেয়ে তাঁর বন্ধুর পুরনো আইডিতে নক দিলে প্রতারণার বিষয়টি বুঝতে পারেন। এরপর ভিকটিম রমনা মডেল থানায় একটি মামলা করেন।’ 

তিনি বলেন, ‘অনলাইন মনিটরিং ও তথ্য-প্রযুক্তির সহায়তায় এ ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে একজনকে শনাক্ত করা হয়। এরই ধারাবাহিকতায় রংপুরের কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে মিজানুর রহমানকে গ্রেপ্তার করা হয়। তাঁকে রমনা মডেল থানায় করা মামলায় আদালতে পাঠানো হয়েছে।’

এটিভি/এস

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :