atv sangbad

Blog Post

atv sangbad > জাতীয় > বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভারতের পূর্ণ সমর্থন আছে : প্রণয় ভার্মা

বাংলাদেশের উন্নয়ন ও অগ্রগতিতে ভারতের পূর্ণ সমর্থন আছে : প্রণয় ভার্মা

| “ ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব রক্তের অক্ষরে লেখা। কেউ চাইলেও তা মুছে ফেলতে পারবে না ”

অনলাইন ডেস্ক, এটিভি সংবাদ

ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার প্রণয় ভার্মা বলেছেন, বাংলাদেশের উন্নয়নে ভারত পাশে থাকতে চায়। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতিতে পূর্ণ সমর্থন আছে ভারতের। ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব রক্তের অক্ষরে লেখা। কেউ চাইলেও তা মুছে ফেলতে পারবে না।

শনিবার (১৯ আগস্ট) রাজধানীর শাহবাগের জাতীয় জাদুঘরে বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি প্রণয় ভার্মা এসব কথা বলেন।

এসময় প্রণয় ভার্মা অর্থনৈতিক উন্নয়ন ও অগ্রগতিতে দুই দেশ এক হয়ে কাজ করার অঙ্গীকারের কথা জানিয়ে  বলেন, সহিংসতা ও জঙ্গিবাদ নির্মূলে ঢাকার সঙ্গে এক হয়ে কাজ করবে নয়াদিল্লি।

অনুষ্ঠানে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক উপস্থিত ছিলেন।

প্রণয় ভার্মা আরও বলেন, বঙ্গবন্ধুকে হত্যার জন্য সব ষড়যন্ত্র করেছিল আমেরিকা। ১৫ আগস্টের হত্যাকাণ্ডে আমেরিকা জড়িত। ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব রক্তের অক্ষরে লেখা। কেউ চাইলেও তা মুছে ফেলতে পারবে না।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :