atv sangbad

Blog Post

ফাইল ছবি

বিএনপি বিদেশিদের কাছে নালিশ দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে : ওবায়দুল কাদের

ফেনী, এটিভি সংবাদ 

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি জনগণের চেয়ে বিদেশিদের কাছে নালিশ দিতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করে। সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে ফেনীর দাগনভূঁইয়া সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

তিনি আরও বলেন, আন্দোলন ব্যর্থ হয়ে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ না করে যে ভুল করেছে, এর খেসারত তাদের অনেকদিন দিতে হবে। অচিরেই টের পাবে তারা রাজনীতিতে নিজেদের কতটা সংকুচিত করে ফেলেছে।

তিনি বলেন, উপজেলা নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না। আমরা কাউকে দল থেকে মনোনয়ন দিচ্ছি না। সব কিছু ওপেন। ওপেন হলে নির্বাচন কেমন হবে। স্বতন্ত্র দিয়েই জাতীয় নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে নির্বাচনে সংকট হয়নি। আর সমালোচনা যারা করার, তারা করবেই। দেশেও করবে, বিদেশেও করবে।

এসময় সেতুমন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক আপাতত ছয় লেনের হবে। ভবিষ্যতে আরও বর্ধিত করার বিষয়ে ভাবতে হতে পারে।

এসময় ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী, ফেনীর জেলা প্রশাসক শাহিনা আক্তার, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী, দাগনভূঁইয়ার উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতনসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :