atv sangbad

Blog Post

atv sangbad > জাতীয় > প্রকৌশলীর মরদেহ পাওয়া গেল মুন্সীগঞ্জে পুকুরে

প্রকৌশলীর মরদেহ পাওয়া গেল মুন্সীগঞ্জে পুকুরে

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ : 

মুন্সীগঞ্জ শহরের মধ্য কোর্টগাঁও কাজী কমর উদ্দিন গভ. ইনস্টিটিউশন সংলগ্ন পুকুর থেকে ভাসমান অবস্থায় প্রকৌশলী ফয়েজ মাহমুদ ফিরোজের (৫৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি ইস্টার্ন টিউবস লিমিটেডের অবসরপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী।

শনিবার (১৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিক্রমপুরীর বাড়ির পুকুরে মরদেহটি ভেসে ওঠে ।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকেলে আসরের নামাজের পর বাড়ি থেকে বের হন তিনি। এরপর থেকেই নিখোঁজ। স্ত্রী, এক পুত্র, মা, ভাই-বোনসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম জানান, ‘পুকুরের কচুরিপানা পরিষ্কার করার সময় লাশটি দেখতে পায়। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে। তার পকেটে ঘুমের ওষুধসহ কিছু জিনিসপত্র পাওয়া গেছে।

ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। সদর থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :