atv sangbad

Blog Post

atv sangbad > অপরাধ-অনুসন্ধান > বিগো লাইভ ও লাইকি’র মাধ্যমে ১শ কোটি টাকা পাচার!

বিগো লাইভ ও লাইকি’র মাধ্যমে ১শ কোটি টাকা পাচার!

নিজস্ব প্রতিনিধি, এটিভি সংবাদ 

গত তিন বছরে লাইভ স্ট্রিমিং অ্যাপস ‘বিগো লাইভ ও লাইকি’র মাধ্যমে অবৈধভাবে প্রায় ১’শ কোটি টাকা পাচার হয়েছে বাংলাদেশ থেকে। রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডি’র ডিআইজি জামিল আহম্মেদ।

তিনি জানান, বিগো লাইভ মূলত উঠতি বয়সের তরুণ এবং প্রবাসীরা ব্যবহার করে। এখানে যারা কাজ করে তারা নিয়মিত বেতন পায়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, মোস্তফা সাইফ রেজা, আরিফ হোসেন, এসএম নাজমুল হক, আসমা উল হুসনা সেজুতি। তবে বিদেশী নাগরিকের নাম জানাতে পারেনি সিআইডি।

সিআইডি’র ব্রিফিংয়ে জানানো হয়, এসবের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হচ্ছে। ‘বিগো লাইভ ও লাইকি’র মাধ্যমে মুদ্রা পাচারের সাথে জড়িত একজন বিদেশী নাগরিকসহ ৫ জনকে গ্রেপ্তারের পর এই এক’শ কোটি টাকা পাচারের বিষয়টি নিশ্চিত করেন সিআইডি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :