atv sangbad

Blog Post

বেনাপোলে সীমান্ত থেকে জামাত-বিএনপির ৩১ নেতাকর্মী গ্রেফতার

সাগর হোসেন, বেনাপোল, এটিভি সংবাদ

যশোরের বেনাপোল সীমান্ত থেকে নাশকতা মামলায় জামাত-বিএনপির ৩১ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার (২৯ অক্টোবর) ভোরে পুলিশ সীমান্তে ঝটিকা অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে। তবে গ্রেফতারকৃতদের পরিবারের অভিযোগ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার তারা।

গ্রেফতারকৃতদের বাড়ি বেনাপোল পোর্ট থানাধীন বিভিন্ন গ্রামে।

এদিকে, শনিবার বিএনপির ডাকা সকাল সন্ধ্যা হরতাল রুখে দিতে বন্দর নগরীর বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট ও পুলিশি টহল জোরদার করেছে পোর্ট থানা পুলিশ। হরতালকে কেন্দ্র করে কোন রকম নাশকতা ও বিশৃঙ্খলার সৃষ্টি না হয় সে লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ।

বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ কামাল হোসেন ভুঁইয়া জানান, বিএনপি,জামাত কর্মীরা নাশকতার উদ্দেশ্যে জড়ো হয়ে গোঁপন বৈঠক করছে এমন খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় অনান্যরা পালিয়ে গেলেও ৩১ জনকে ধরা হয়। ধৃতদের বিরুদ্ধে আগের নাশকতা মামলা ছিল। তাদেরকে যশোর আদালতে সোপর্দ করা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :