atv sangbad

Blog Post

atv sangbad > আন্তর্জাতিক > বৈশ্বিক করোনাভাইরাস মহামারিতে বিশ্বে মৃত্যু আট লাখ ছাড়িয়েছে

বৈশ্বিক করোনাভাইরাস মহামারিতে বিশ্বে মৃত্যু আট লাখ ছাড়িয়েছে

দেশের বাহিরের ডেস্ক:

বৈশ্বিক করোনাভাইরাস মহামারিতে বিশ্বে মোট মৃত্যুর সংখ্যা আট লাখ ছাড়িয়ে গেছে। জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের কোভিড-নাইনটিন ড্যাশবোর্ডের সর্বশেষ তথ্য অনুযায়ী, বাংলাদেশের স্থানীয় সময় শনিবার রাতে বিশ্বজুড়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে আট লাখ সাতশো ২০ জনে।

একই সময় বিশ্বব্যাপী মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা ছিল দুই কোটি ৩০ লাখ ১৫ হাজার ৬৫৮ জন।

এক লাখ ৭৫ হাজার ৬৭৪টি মৃত্যু নিয়ে যুক্তরাষ্ট্র এ তালিকার শীর্ষে আছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে মৃত্যু হয়েছে এক লাখ ১৩ হাজার ৩৫৮ জনের। তৃতীয় স্থানে থাকা মেক্সিকোতে মৃত্যু হয়েছে ৫৯ হাজার ৬১০ জনের।

এই তিনটি দেশেরই অবস্থান দুই আমেরিকা মহাদেশে। আর ৫৫ হাজার ৭৯৪টি মৃত্যু নিয়ে মেক্সিকোর পরই আছে দক্ষিণ এশিয়ার দেশ ভারত।

৫৬ লাখ ৪৫ হাজার ৬৯৭ জন করোনাভাইরাস আক্রান্ত নিয়ে এ তালিকায়ও বিশ্বের শীর্ষে আছে যুক্তরাষ্ট্র। এরপর আছে যথাক্রমে ব্রাজিল, ভারত, রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের উহানে প্রথম রোগী শনাক্ত হওয়ার পর থেকে এ পর্যন্ত বিশ্বের ২১০টি দেশ অঞ্চলে করোনাভাইরাস সংক্রমণের বিস্তার ঘটেছে বলে জানা গেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :