atv sangbad

Blog Post

ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা বরখাস্ত, পররাষ্ট্রমন্ত্রী হলেন ক্যামেরন

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ

ফিলিস্তিনবিরোধী ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রেভারম্যানকে বরখাস্ত করা হয়েছে। সেইসাথে পররাষ্ট্রমন্ত্রী করে যুক্তরাজ্যের সরকার ব্যবস্থায় সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরনকে ফিরিয়ে এনেছেন প্রধানমন্ত্রী ঋষি সুনাক।

স্থানীয় সময় সোমবার সকালে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের দায়িত্ব থেকে সুয়েলা ব্রাভারম্যানকে বরখাস্ত করার মধ্য দিয়ে প্রধানমন্ত্রী সুনাক তার মন্ত্রিসভায় রদবদলের সূচনা করেন।

যুক্তরাজ্যে আগামী বছর পরবর্তী সাধারণ নির্বাচন হওয়ার কথা। তার আগে নানা জনমত জরিপে বিরোধী লেবার পার্টির কাছে সুনাকের দল কনজারভেটিভ পার্টির খুব খারাপ ভাবে পিছিয়ে থাকার চিত্র উঠে আসছে। সরকার ব্যবস্থায় বড় রদবদল এনে সুনাক হয়তো সেই অবস্থার পরিবর্তন করতে চাইছেন।

গাজায় যুদ্ধবিরতি ও ইসরায়েলের হামলা বন্ধের দাবি জানিয়ে গত শনিবার প্রায় তিন লাখ মানুষ লন্ডনের রাস্তায় বিক্ষোভ করে। যুক্তরাজ্য সরকার থেকে লন্ডন মেট্রোপলিটন পুলিশের কাছে ওই বিক্ষোভ মিছিল আয়োজন করতে না দেওয়ার অনুরোধ করা হয়েছিল। কিন্তু লন্ডন মেট্রোপলিটন পুলিশ সেই অনুরোধ নাকচ করে বলেছিল, বিক্ষোভে বড় ধরনের সহিংসতা হওয়ার কোনো ইঙ্গিত বা আশঙ্কা নেই। তাই সরকারি অনুরোধে এ বিক্ষোভ বন্ধ করার সুযোগ নেই।

এর আগেও মুসলিম ও অভিবাসীদের নিয়ে একাধিক সময় বিতর্কিত মন্তব্য করায় সমালোচিত হয়েছিলেন ব্রেভারম্যান। একজন কট্টর অভিবাসীবিরোধী হিসেবে তিনি পরিচিতি। বরখাস্ত হওয়া সুয়েলা ব্রেভারম্যানের স্থলে পররাষ্ট্রমন্ত্রী জেমস ক্লেভারলিকে আনা হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :