atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > ভোলায় সেফটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

ভোলায় সেফটিক ট্যাংকে নেমে ৩ শ্রমিকের মৃত্যু

রফিকুল ইসলাম খান, এটিভি সংবাদ  

ভোলার তজুমদ্দিনে নির্মাণাধীন একটি প্রাথমিক বিদ্যালয়ের ভবনের সেফটিক ট্যাংকের ভিতরে নেমে সাঁটারিংয়ের কাঠ-বাঁশ খুলতে গিয়ে তিন শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

রবিবার (১৪ মার্চ) দুপুরে উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিকরা হলেন, স্থানীয় মোহাম্মদ আলী মিস্ত্রির ছেলে আলাউদ্দিন (৪০), উত্তর খাসেরহাট এলাকার খোকন সাজির ছেলে শামিম (২৫) এবং আব্দুস সামাদের ছেলে রাকিব (২৪)।

খবর পেয়ে তজুমদ্দিন ফায়ার সার্ভিস দলের সদস্যরা নিহতদের মরদেহ উদ্ধার করে ভোলা মর্গে নিয়ে যায়। পরে ঘটনাস্থল পরিদর্শন করে উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা জানান, এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে এবং তদন্তে কেউ দোষী প্রমাণ হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও জানান, ভোলার জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের প্রত্যেক পরিবারকে আপাতত ২০ হাজার করে নগদ টাকা দেয়া হবে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে ৮৪নং দক্ষিণ পশ্চিম চাঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নির্মাণাধীন ভবনের সেফটিক ট্যাংকের সাঁটারিংয়ের কাঠ-বাঁশ খুলতে ভিতরে নামে তিন শ্রমিক। পরে বিষাক্ত বায়ুতে দম আটকে মারা যান। এসময় উপরে দাঁড়িয়ে ছিলো আরেকজন শ্রমিক মো. ফারুক। তিনি ভিতরের ৩ জনের কোনো সাড়া শব্দ না পেয়ে উঁকি দিয়ে দেখেন তাদের নিথর দেহ পরে রয়েছে ট্যাংকির মধ্যে। পরে বিষয়টি স্থানীয়দের জানালে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে তারা ভিতরে নেমে তিন জনের মরদেহ উদ্ধার করে।

তজুমদ্দিন উপজেলা প্রকৌশলী অহিদুজ্জামান জানান, এমডিএসপি’র (মাল্টিষ্টোরেট ডিজাস্টার ম্যানেজমেন্ট প্রজেক্ট) আওতায় মেসার্স তমা কন্সট্রাকশন ঠিকাদারি প্রতিষ্ঠান চারতলা ফাউন্ডেশনের ওই স্কুল ভবনটির দুই তলার নির্মাণ কাজ চলমান। দায়িত্ববান ব্যক্তির উপস্থিতি ছাড়া কীভাবে এই শ্রমিকরা সেফটিক ট্যাংকির ভিতরে কাজে নেমেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :