atv sangbad

Blog Post

atv sangbad > জাতীয় > রমজানে  ৫০ লাখ পরিবার পাবে দেড় লাখ টন চাল

রমজানে  ৫০ লাখ পরিবার পাবে দেড় লাখ টন চাল

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ 

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, রমজান উপলক্ষে আগামী ১০ মার্চের মধ্যে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ৫০ লাখ পরিবার দেড় লাখ টন চাল পাবে। সোমবার (৪ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলন শেষে তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় ১ মার্চ থেকেই লিফটিং (উঠাতে) করতে বলেছি। ১ থেকে ২০ মার্চ পর্যন্ত আমাদের একটি সিদ্ধান্ত ছিল। সেটা কমিয়ে ১০ মার্চের মধ্যে ৫০ লাখ পরিবারের মধ্যে দেড় লাখ টন খাদ্য বিতরণ শেষ করা হবে।

চাল বিতরণে বাজারে স্বস্তি ফিরবে কি না ? এমন প্রশ্নে খাদ্যমন্ত্রী বলেন, দেড় লাখ টন চাল যদি বাজারে ১৫ টাকা দরে যায়, তাহলে ৫০ লাখ পরিবারকে তো আর বাজার থেকে চাল কিনতে হবে না। এতে স্বস্তি আসবে বলে মনে করি।

তিনি আরও বলেন, আমরা ২০ ফেব্রুয়ারির মধ্যে পরিপত্র জারি করব বলেছিলাম, আর কার্যকর করব ১৪ এপ্রিল বা পহেলা বৈশাখ থেকে। তখন বাজারে বোরোর নতুন চাল আসবে। যেসব চাল এখন বাজারে বস্তায় এবং সিল মারা আছে সেগুলোর প্যাকেট কেউ চেঞ্জ করবে না। কাজেই নতুন বছরে বোরো চাল উঠবে, তখন থেকে বস্তায় চালের দাম ও জাত লেখা রাখার সিদ্ধান্ত কার্যকর হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :