atv sangbad

Blog Post

atv sangbad > রাজধানী > রাজধানীতে দুই প্রতিষ্ঠানকে বিএসটিআই’র জরিমানা

রাজধানীতে দুই প্রতিষ্ঠানকে বিএসটিআই’র জরিমানা

নিজস্ব প্রতিনিধি, এটিভি সংবাদ 

রাজধানীর মতিঝিলে একটি বেকারি ও একটি তেলপাম্পকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন বিএসটিআইয়ের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২২ আগস্ট) মহানগরীর মতিঝিল ও ওয়ারীতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে বিএসটিআইয়ের সার্টিফিকেশন মার্কস (সিএম) লাইসেন্স ছাড়াই বিস্কুট, চানাচুর বিক্রি ও বাজারজাত করার অপরাধে মতিঝিল হাটখোলা সড়কের বিক্রমপুর সুইটস অ্যান্ড পেস্ট্রি শপকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে, একই প্রক্রিয়ায় ইন্টার্নাল কম্বাশন ইঞ্জিন ক্রাংকেজ অয়েল বিক্রি এবং বাজারজাত করার অপরাধে টয়েনবি সার্কুলার সড়কের ‘করিম অ্যান্ড সন্স’ নামের তেলপাম্প কর্তৃপক্ষকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। তবে এ সময় ওই পাম্পে জ্বালানি তেল পরিমাপের কারচুপি ধরা পড়েনি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :