atv sangbad

Blog Post

atv sangbad > প্রচ্ছদ > শুভ জন্মদিন, স্যার ডন!

শুভ জন্মদিন, স্যার ডন!

মাঠে মাঠে প্রতিবেদক: বিরাট কোহলি, স্টিভ স্মিথ, কেন উইলিয়ামসন, এবি ডি ভিলিয়ার্স, বাবর আজম কিংবা জো রুট, যারাই আজ ক্রিকেটবিশ্ব মাতাচ্ছেন তাদের ‘গুরু’ একজনই- স্যার ডোনাল্ড ব্র্যাডম্যান।

আফটার ব্র্যাডম্যান যাদের জন্ম, তাদের গুরুও ব্র্যাডম্যান। কারা এসেছেন ব্র্যাডম্যানের পর। সেই নামগুলো বেশ সমাদৃত। ভিক্টর ট্রামপার, জন বেরি হবস, স্যার গ্যারি সোবার্স, মার্টিন ক্রো, হানিফ মোহাম্মদ, সুনীল গাভাস্কার, ব্রায়ান লারা, শচীন টেন্ডুলকার, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, সবাই ব্র্যাডম্যানের ছায়ার তলে বড় হয়েছেন, ব্যাট করে গেছেন ২২ গজের ক্রিজে। এদের কেউ কেউ সাফল্যের পথে হাঁটতে হাঁটতে উঠে গেছেন সাফল্যের চূড়ায়। নিজেদের মতো করে তৈরি করেছেন ল্যান্ডমার্ক।

এক ক্রিকেট ব্যাট হাতেই বিশ্বকে কাঁপিয়েছেন স্যার ডন। অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক ৫২ টেস্টে রান করেছেন ৬৯৯৬। জীবনের শেষ টেস্টে ৪ রান করলে তার গড় হতো ১০০! সত্যিই তাই, গড় হতো ১০০। ৯৯.৯৪ গড়ে রান করেছেন স্যার ডন ব্র্যাডম্যান। জীবনের শেষ টেস্টে ব্র্যাডম্যান রান করেছিলেন শূন্য। ইশ, মাত্র ৪টি রান!

স্যার ডোনাল্ড ব্র্যাডম্যানের ১১২তম জন্মদিন আজ। শুভ জন্মদিন স্যার ডন! ব্র্যাডম্যান ক্রিকেট থেকে অবসরে গিয়েছিলেন এখন থেকে ৭২ বছর আগে, না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন তাও প্রায় ১৯ বছর হয়ে গেল। তবুও তার এমন কিছু রেকর্ড আছে, যা এখনো কেউ ভাঙতে পারেনি। স্যার ডনের জন্মদিনে দেখে নেওয়া যাক এমন কিছু রেকর্ড।

*টেস্টে সর্বোচ্চ ব্যাটিং গড় (কমপক্ষে ২০ ইনিংস) – ৯৯.৯৪।

*এক সিরিজে সর্বোচ্চ ব্যাটিং গড় (কমপক্ষে চার টেস্টের সিরিজ) – ২০১.৫০ (১৯৩১-৩২); দ্বিতীয় সর্বোচ্চও তার- ১৭৮.৭৫ (১৯৪৭-৪৮) ।

*টেস্ট ব্যাটসম্যানের সর্বোচ্চ রেটিং- ৯৬১।

*খেলা প্রতি ইনিংসে সেঞ্চুরির সর্বোচ্চ অনুপাত- ৩৬.২৫ শতাংশ (৮০ ইনিংসে ২৯ সেঞ্চুরি) ।

*খেলা প্রতি ইনিংসে ডাবল সেঞ্চুরির সর্বোচ্চ অনুপাত- ১৫.০ শতাংশ (৮০ ইনিংসে ১২ ডাবল সেঞ্চুরি) ।

*সর্বোচ্চ পঞ্চম উইকেট জুটি- ৪০৫ (সিডনি বার্নসের সঙ্গে, ১৯৪৬-৪৭) ।

*সাত নম্বরে নেমে সর্বোচ্চ ইনিংস- ২৭০ (১৯৩৬-৩৭) ।

*একক কোনো প্রতিপক্ষের বিপক্ষে সবচেয়ে বেশি রান- ৫০২৮ (প্রতিপক্ষ ইংল্যান্ড)।

*এক সিরিজে সবচেয়ে বেশি রান- ৯৭৪ (১৯৩০) ।

*একদিনে সবচেয়ে বেশি রান- ৩০৯ (১৯৩০) ।

*সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি- ১২।

*এক সিরিজে সবচেয়ে বেশি ডাবল সেঞ্চুরি- ৩ (১৯৩০) ।

*সবচেয়ে বেশি ট্রিপল সেঞ্চুরি – (ক্রিস গেইল, ব্রায়ান লারা ও বীরেন্দর শেবাগের সঙ্গে ২টি করে) ।

*টানা সবচেয়ে বেশি ম্যাচে সেঞ্চুরি -৬ (১৯৩৬-৩৭ সালের শেষের তিন ম্যাচে, ও ১৯৩৮ সালের শুরুর তিন ম্যাচে) ।

*সবচেয়ে কম ম্যাচে ১০০০ (৭ ম্যাচ), ২০০০ (১৫ ম্যাচ), ৩০০০ (২৩ ম্যাচ), ৪০০০ (৩১ ম্যাচ), ৫০০০ (৩৬ ম্যাচ), ৬০০০ (৪৫ ম্যাচ) রানের মাইকফলকে পৌঁছার রেকর্ড।

*সবচেয়ে কম ইনিংসে ২০০০ (২২ ইনিংস), ৩০০০ (৩৩ ইনিংস), ৪০০০ (৪৮ ইনিংস), ৫০০০ (৫৬ ইনিংস), ৬০০০ (৬৮ ইনিংস) রানের মাইলফলকে পৌঁছার রেকর্ড।

*টেস্ট ইতিহাসের প্রথম ব্যাটসম্যান হিসেবে দুটি ট্রিপল সেঞ্চুরির কীর্তি।

*প্রথম এবং একমাত্র ব্যাটসম্যান হিসেবে ২৯৯ রানে অপরাজিত থাকার রেকর্ড।

*প্রথম ব্যাটসম্যান হিসেবে পাঁচ নম্বরে নেমে ট্রিপল সেঞ্চুরি (৩০৪); এটি এখনো পাঁচ নম্বরে কোনো ব্যাটসম্যানের দ্বিতীয় সর্বোচ্চ স্কোর।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :