atv sangbad

Blog Post

সীমান্তে পরিস্থিতি অস্থিতিশীল করলে ছাড় দিবো না: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, এটিভি সংবাদ 

মিয়ানমারের বিজিপির ১৪ জন আত্মরক্ষার জন্য বাংলাদেশের সহায়তা চেয়েছে। তারা আর্মস সারেন্ডার করে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান।

রোববার (৪ ফেব্রুয়ারি) সচিবালয়ে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, মিয়ানমার সংকট লেগেই আছে। আরাকান আর্মির সাথে মিয়ানমার আর্মির যুদ্ধ চলছে। পররাষ্ট্র মন্ত্রণালয় মিয়ানমার সরকারের সাথে চলমান সংকটের বিষয়ে যোগাযোগ করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সীমান্তে নিরাপত্তা বাড়ানো হয়েছে। বাংলাদেশ যুদ্ধ চায় না। তবে সীমান্তে কেউ পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে বাংলাদেশও ছাড় দিবো না। কাউকে ঢুকতে দেয়া হবে না। কেউ ঢোকার চেষ্টা করলে আটক করে ফেরত পাঠানো হবে। মিয়ানমারের এখন যে পরিস্থিতি তা চলতে থাকলে রোহিঙ্গাদের প্রত্যাবাসন বাধাগ্রস্ত হবে। তবে এক্ষেত্রে বাংলাদেশের চেষ্টা অব্যাহত থাকবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :