atv sangbad

Blog Post

atv sangbad > প্রচ্ছদ > ‘ শিগ্রয়ই জনগনের ওপর পড়বে,অর্থনীতির বিপর্যয়ের রেশ’

‘ শিগ্রয়ই জনগনের ওপর পড়বে,অর্থনীতির বিপর্যয়ের রেশ’

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ : 

দেশের অর্থনীতির বেহাল অবস্থার জন্য বরাবরের মতোই ক্ষমতাসীনদের দায়ী করে আসছে বিএনপি। সরকারের লুটপাটের কারণে ব্যাংক খাতসহ পুরো অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতারা।

শনিবার (১৮ মে) জাতীয় প্রেসক্লাবের সামনে এক অবস্থান কর্মসূচিতে এ দাবি করেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম।

একইদিন বিকেলে নয়াপল্টনের এক হোটেলে জিয়া মঞ্চের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় সমালোচনা করে বলেন, অন্যায়ভাবে কেন্দ্রীয় ব্যাংকে সাংবাদিক প্রবেশে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। অর্থনীতির বিপর্যয়ের রেশ খুব শিগগিরই জনগণের ওপর পড়বে।
 
তিনি বলেন, লুটপাট করা সংবিধানে নেই। সংবিধানের দোহাই দিলে হবে না। দেশের অর্থনীতি যে অবস্থায় দাঁড়িয়েছে তাতে খুব শিগগিরই টের পাবে জনগণ।
দলের আন্দোলন প্রসঙ্গে গয়েশ্বর বলেন, বিএনপিতে ভেজাল মাল থাকলে আন্দোলনের পথ আরও লম্বা হবে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সরকারবিরোধী চলমান আন্দোলন আরও গতিশীল করতে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :