atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > হাল চাষের সময় কৃষি জমিতে মিলল ৮ ফুট লম্বা অজগর

হাল চাষের সময় কৃষি জমিতে মিলল ৮ ফুট লম্বা অজগর

চট্টগ্রাম প্রতিনিধি, এটিভি সংবাদ

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় জমিতে পাওয়া গেছে প্রায় ৮ ফুট লম্বা অজগর। সাপটির ওজন ১২ কেজি বলে জানা গেছে।

শনিবার দুপুরে উপজেলার ফতেপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রাজা ফকিরপাড়াসংলগ্ন একটি কৃষিজমিতে ট্রাক্টর দিয়ে হাল চাষের সময় শফিকুল ইসলাম নামে এক কৃষক অজগরটি ধরেন।

পাহাড় থেকে খাবারের সন্ধানে এসে পথ হারাতে পারে অজগরটি এমনটি ধারণা করছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রাণিবিদ্যা বিভাগের (বন্যপ্রাণী শাখা) অধ্যাপক ড. মো. ফরিদ আহসান।

তিনি জানান, বন উজাড়সহ পরিবেশের নানা অসঙ্গতির কারণে প্রাণিকুলে রসদ ও আবাসস্থলের সংকট দেখা দিয়েছে। ফলে প্রাণিকুল তথা এই অজগরটি হয়তো খাবারের সন্ধানে লোকালয়ে এসেছিল।

এদিকে খবর পেয়ে চবির প্রাণিবিদ্যা বিভাগের স্নাতকোত্তর বর্ষের শিক্ষার্থী রফিক ইসলামসহ তার সহপাঠীরা অজগরটি স্থানীয় জনতার কাছ থেকে উদ্ধার করে ক্যাম্পাসে নিয়ে যায়। অজগরটি প্রায় ৮ ফুট লম্বা এবং ১২ কেজি ওজন। পরে অজগরটি চবি ক্যাম্পাসের গহিন বনে অবমুক্ত করা হবে বলে জানান ওই শিক্ষার্থী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :