নারায়ণগঞ্জ প্রতিনিধি, এটিভি সংবাদ
শীতলক্ষ্যা নদীর তীর দখল করে গড়ে ওঠা ২৭টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ নারায়ণগঞ্জ নদীবন্দর কর্তৃপক্ষ। এ সময় এক অবৈধ বালু ব্যবসায়ীকে বিশ হাজার টাকা জরিমানাও করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৬ জুলাই) দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার নদীর কাঁচপুর সেতু ও এর আশপাশের এলাকায় এ অভিযান চালানো হয়। বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
বিআইডব্লিউটিএর নারায়ণগঞ্জ নদী বন্দরের যুগ্ম-পরিচালক মো. শহীদুল্লাহ সময় সংবাদকে জানান, নদী দখল করায় ১৮টি পাকা ও আধা পাকা স্থাপনা, পাঁচটি বাঁশের জেটি ও চারটি ড্রেজারের পাইপসহ ২৭টি অবৈধ স্থাপনা এক্সকেভেটর (ভেকু) দিয়ে ভেঙে গুঁড়িয়ে দেয়া হয়। এ সময় অবৈধভাবে বিআইডব্লিউটিএ’র জায়গায় বালু রেখে ব্যবসা পরিচালনার দায়ে কাঁচপুর সেতু এলাকার মো. হারুন নামে একজনকে বিশ হাজার টাকা অর্থদণ্ডও দেয়া হয়।