atv sangbad

Blog Post

atv sangbad > জাতীয় > বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র এত উতলা কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর

বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র এত উতলা কেন, প্রশ্ন প্রধানমন্ত্রীর

আহসান হাবীব, এটিভি সংবাদ

বাংলাদেশের অগ্রযাত্রা বিদেশিদের পছন্দ নয়, এত উন্নয়ন তারা নিতে পারছে না বলেই আজ মানবাধিকার-নির্বাচন নিয়ে আমাদের সবক দিতে আসছে। এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগের নেতাকর্মী হত্যায় উদ্বেগ দেখিনি, খালেদা জিয়ার ভোট চুরিতে উদ্বেগ দেখিনি; আর এখন নির্বাচন নিয়ে তারা খুব উতলা হয়ে উঠেছে।

বঙ্গবন্ধুর ৪৮তম শাহাদতবার্ষিকী উপলক্ষে বুধবার (১৬ আগস্ট) বিকেলে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) আয়োজিত আওয়ামী লীগের স্মরণসভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন তিনি।


প্রধানমন্ত্রী বলেন, ‘২০০১ সালে যখন আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করেছে, ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছিল, সেসবের কোনো বিচার হয়নি। তখন তাদের সেই মানবাধিকারের চেতনা কই ছিল। তারাই বঙ্গবন্ধুর খুনিদের আশ্রয় দিয়েছে। আজ তারা মানবাধিকার-নির্বাচনের সবক নিয়ে আসছে; আমাদের কথা শোনাচ্ছে। এরশাদ ৪৮ ঘণ্টা ভোটের ফলাফল স্থগিত করেছিল; তখন তো তাদের উদ্বেগ দেখিনি। ’৯৬ সালে খালেদা জিয়ার ভুয়া ভোটার নিয়েও তো তাদের কোনো উদ্বেগ দেখিনি। আর এখন নির্বাচন নিয়ে তারা খুব উতলা হয়ে উঠল।’


‘কারণ হলো, এই বিএনপি তাদের চোখের মণি। এই বিএনপি মানুষ খুন করেছে, গাড়িতে আগুন দিয়েছে, ধ্বংসযজ্ঞ চালিয়েছে। এ দেশে যারা ধ্বংসযজ্ঞ চালাল, তাদের সঙ্গে বসতে হবে কেন? আমার মনে হয়, বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রা তাদের পছন্দ নয়। এদের উদ্দেশ্য নির্বাচন বা গণতন্ত্র নয়, এরা উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে চায়,’ যোগ করেন তিনি।
 
এ সময় অনেক আগে তার যুক্তরাষ্ট্র সফরের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আজ তারা গণতন্ত্রের কথা বলে। আমি তাদের ওখানে (যুক্তরাষ্ট্র) দেখেছি, গভর্নমেন্ট অব দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। তাদের বলেছি, আমি এমন দেশ (বাংলাদেশ) থেকে এসেছি, যেখানে গভর্নমেন্ট অব দ্য আর্মি, বাই দ্য আর্মি, ফর দ্য আর্মি। আপনারা কীভাবে ওই দলকে সাপোর্ট দেন, যে দল সামরিক সরকারের হাতে তৈরি? আপনাদের চেতনা কি ওই আটলান্টিকের পাড় পর্যন্তই?’

দেশের স্বার্থ বিক্রি করে ক্ষমতায় আসতে চান না দাবি করে প্রধানমন্ত্রী বলেন, ‘ভারত মহাসাগর এবং বঙ্গোপসাগরকে ঘিরে নানা রকম চক্রান্ত আছে। অনেকে এটিকে ব্যবহার করতে চায়। আর এখানে বসে আশপাশে আক্রমণ করবে। আমাদের কিছু আঁতেল আছে। তারা এসব চিন্তা করে কি না জানি না। কিছু উপলব্ধি না করেই দুটো পয়সা পাওয়ার আশায় এদের সঙ্গে সুর মেলায়। এ বিষয়ে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। আর আগেও গ্যাস বিক্রির কথা আসছিল, আমি বলেছিলাম, দেশের স্বার্থ বেচে ক্ষমতায় আসতে হবে, এত ক্ষমতালোভী আমি না। আমার বাবাও এমন ছিলেন না।’
 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :