atv sangbad

Blog Post

নড়াইলে ডেঙ্গুতে স্কুল শিক্ষকের মৃত্যু

নড়াইল, এটিভি সংবাদ

নড়াইলে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আকরামুল আলম (৫২) নামে এক স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। বুধবার (২৩ আগষ্ট) বেলা সাড়ে ১১ টায় যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যু বরণ করেন।

স্কুল শিক্ষক আকরামুল আলম সদর উপজেলার শাহাবাদ ইউনিয়নের তুজরডাঙ্গা গ্রামের শুকুর মোল্যার ছেলে। তিনি রতডাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুইটি কণ্যা সন্তানসহ অসংখ্য গুনাগ্রাহী রেখে গেছেন।

জানা যায়, আকরামুল আলম গত ১৫ আগস্ট ডেঙ্গুতে আক্রান্ত হলে তাকে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ১৮ আগষ্ট যশোরে প্রেরণ করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি বুধবার মৃত্যু বরণ করেন। এদিন শহরের ভওয়াখালীতে বাদ আসর মরহুমের জানাযার নামাজ শেষে তাকে গ্রাম্য কবরস্থানে দাফন করা হয়। তিনি নড়াইল সদর পৌরসভার ভওয়াখালীতে বাড়ি করে বসবাস করতেন।

নড়াইলের সিভিল সার্জন ডা. সাজেদা পলিন বলেন, ওই শিক্ষক নড়াইলের বাইরে মারা গেছেন। সেকারনে কোন তথ্য আমাদের কাছে নেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :