atv sangbad

Blog Post

ডেঙ্গু রোগীদের ৭৫ ভাগ ডেন-২ আক্রান্ত

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ :

সারা দেশে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। প্রতিদিনই আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ছে। ইতিমধ্যে হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা লাখ ছাড়িয়েছে। আর ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে পাঁচ শতাধিক মানুষ। যা গত ২৩ বছরে সর্বোচ্চ। এবার ডেঙ্গু আক্রান্ত রোগীদের ৭৫ শতাংশই ভাইরাসটির সেরোটাইপ-২ বা ডেন-২ দ্বারা আক্রান্ত বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৪ আগস্ট) ন্যাশনাল ইনস্টিটিউট অব ল্যাবরেটরি অ্যান্ড মেডিসিন রেফারেল সেন্টারের পরিচালক অধ্যাপক ডা. মোহাম্মদ শাহেদ আলী জিন্নাহর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিষ্ঠানটিতে প্রতিদিন ১০০ থেকে ১৫০টি নমুনা পরীক্ষা হচ্ছে। এর মধ্যে ২০০ নমুনা পরীক্ষা করে ১৫১টিতে ডেন-২ পাওয়া গেছে। শতকরা হিসাবে যা ৭৫ দশমিক ৫ শতাংশ। এছাড়া, ডেন-৩ মিলেছে ১৮ শতাংশের নমুনায় এবং ৬ শতাংশ নমুনায় শনাক্ত হয়েছে ডেন-২ ও ৩।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :