ফেনী, এটিভি সংবাদ
জন্মনিবন্ধন তৈরি, হোল্ডিং ট্যাক্স নিয়ে অনিয়ম-দুর্নীতির অভিযোগে ফেনী পৌরসভায় দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বুধবার (২৮ ফেব্রুয়ারি) পৌরমেয়র মো. নজরুল ইসলাম স্বপন মিয়াজী স্বাক্ষরিত এক অফিস আদেশে তাদের বরখাস্তের কথা জানানো হয়।
বরখাস্তকৃতরা হলেন- স্যানেটারি ইন্সপেক্টর কৃষ্ণময় বণিক ও কর নির্ধারক নুরুল হুদা।
মেয়র স্বপন মিয়াজী জানান, জন্মনিবন্ধন তৈরি ও সংশোধনের জন্য বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা আদায় করেন কৃষ্ণময় বণিক। একইভাবে হোল্ডিং ট্যাক্স কমিয়ে টাকা নানা কৌশলে আদায় করতেন নুরুল হুদা। তাদের বিরুদ্ধে একাধিক ব্যক্তির কাছ থেকে এ ধরনের অভিযোগ পেয়ে প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়া গেছে। একপর্যায়ে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়।