atv sangbad

Blog Post

ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলায় হুমকি পেলেন জাতিসংঘের বিশেষজ্ঞ

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ :

ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর গাজায় ইসরায়েলি বাহিনী গণহত্যা চালিয়েছে বলে বিশ্বাস করার যৌক্তিক প্রেক্ষাপট রয়েছে— বলায় হুমকি পাওয়ার অভিযোগ করেছেন জাতিসংঘের বিশেষ দূত ফ্রান্সেস্কা আলবানিজ।

জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলে ‘এনাটমি অব জেনোসাইড’— শিরোনামে একটি প্রতিবেদন উপস্থাপন করেছেন তিনি। যদিও ওই প্রতিবেদনটি চূড়ান্তভাবে খারিজ করে দিয়েছে ইসরায়েল। এরপর গতকাল বুধবার হুমকি পাওয়ার কথা জানিয়েছেন এই মানবাধিকার বিশেষজ্ঞ।

নিজের ওই প্রতিবেদনের জন্য হুমকি পেয়েছেন কি না— এমন প্রশ্নের জবাবে ফ্রান্সেস্কা বলেন, ‘হ্যাঁ, আমি হুমকি পেয়েছি। তবে এখন পর্যন্ত আমি অতিরিক্ত সতর্কতার প্রয়োজন বোধ করিনি। আর চাপের কথা বললে, সেটা আছে। তবে তা কাজের প্রতি আমার প্রতিশ্রুতি কিংবা কাজের ফলাফল কোনোটাই বদলাতে পারবে না।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :