atv sangbad

Blog Post

টি-টোয়েন্টিতে খেলতে নেমে ১১ ব্যাটার মিলে ১২ রান করেই অলআউট

ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ 

আধুনিক ক্রিকেটের যুগে ব্যাটারদের জন্য রয়েছে সমূহ সুযোগ সুবিধা। ফলে আগের চেয়ে অনেক সহজেই এখন রান করতে পারছেন ব্যাটাররা, মাঠে বইয়ে দিতে পারছেন চার-ছয়ের বন্যা। এর প্রমাণ মিলেছে চলমান আইপিএলেই যেখানে ট্রাভিস হেড, জস বাটলাররা মারকুটে ব্যাটিংয়ে রেকর্ড ভেঙে চলেছেন।

কিন্তু আধুনিক ক্রিকেটের এমন যুগেও ঘটেছে বিস্ময়কর এক ঘটনা। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলতে নেমে ১১ ব্যাটার মিলে ১২ রান করতে পারলেন কেবল! হ্যা, বিস্ময়কর হলেও এমন ঘটনাই ঘটেছে।

জাপান-মঙ্গোলিয়ার দ্বি-পক্ষীয় টি-টোয়েন্টি সিরিজে ঘটেছে এমন ঘটনা। যেখানে জাপানের দেয়া ২১৮ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১২ রান করেই অলআউট হয়ে যায় মঙ্গোলিয়া।

mongolia

মঙ্গোলীয়দের অলআউট করতে জাপানের সময় লেগেছ ৮.২ ওভার। এদিকে আরও বিস্ময়কর ব্যাপার হলো, মঙ্গোলিয়া ১২ রানে অলআউট হলেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই সর্বনিম্ন স্কোর নেয়। এর আগে স্পেনের বিপক্ষে এক ম্যাচে ৮.৪ ওভার ব্যাট করে ১০ রানে অলআউট হয়েছিল আইল অব ম্যান নামে আইরিশ সাগরের স্বশাসিত এক অঞ্চল।

জাপানের বিপক্ষে এই ম্যাচে প্রথম পাঁচ ওভারে ৫ উইকেট হারিয়ে ১০ রান করেছিল মঙ্গোলিয়া। কিন্তু বাকি ২ রান করতেই পরের ৫টি উইকেটও হারায় দলটি। ফলে ১২ রানেই অলআউট হয়ে ২০৫ রানে পরাজিত হয় দলটি।

মঙ্গোলিয়ার বিপক্ষে এর আগেও ঘটেছে এমন অস্বস্তিকর ঘটনা। গত বছর এশিয়ান গেমসের ম্যাচে মঙ্গোলিয়ার বিপক্ষে খেলতে নেমে ২০ ওভারে ৩ উইকেটে ৩১৪ রান করে নেপাল। স্বীকৃত টি-টোয়েন্টিতে সর্বোচ্চ দলীয় সংগ্রহের রেকর্ড এটি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :