atv sangbad

Blog Post

atv sangbad > প্রচ্ছদ > প্রশাসনে আরও পদোন্নতি: উপসচিব হলেন ২৫৬ কর্মকর্তা

প্রশাসনে আরও পদোন্নতি: উপসচিব হলেন ২৫৬ কর্মকর্তা

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ:  

জ্যেষ্ঠ সহকারী সচিব ও সমমর্যাদার এই কর্মকর্তাদের উপসচিব হিসেবে পদোন্নতি দিয়ে বুধবার মধ্যরাতে আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানান, উপসচিবের স্থায়ী পদ আছে এক হাজার ছয়টি। এই পদে নতুন করে পদোন্নতি দেওয়ার বর্তমানে উপসচিবের সংখ্যা দাঁড়ালো এক হাজার ৮৫৯ জনে।

এবার প্রশাসন ক্যাডারের ১৮০ জন, শিক্ষার ১৫ জন, কৃষির ১৩ জন, প্রাণিসম্পদ ও টেলিযোগাযোগের পাঁচজন করে, নিরীক্ষা ও হিসাব ক্যাডারের চারজন এবং তথ্য ও গণপূর্ত ক্যাডারের তিনজন করে কর্মকর্তা উপসচিব হিসেবে পদোন্নতি পেয়েছেন।

এছাড়া খাদ্য, আনসার, সড়ক ও জনপথ, ডাক, রেলওয়ে ও বন ক্যাডারের দুইজন করে এবং পুলিশ, সমবায়, মৎস্য, স্বাস্থ্য, পরিসংখ্যান, শুল্ক ও আবগারী ক্যাডারের একজন করে কর্মকর্তাকে উপসচিব করা হয়েছে।

এর বাইরে জ্যেষ্ঠ সহকারী সচিব পদমর্যাদার বিভিন্ন দূতাবাসে কর্মরত সাতজন কর্মকর্তা উপসচিব হয়েছেন।

পদোন্নতি বিধিতে উপসচিব পদে পদোন্নতির জন্য প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের জন্য ৭৫ শতাংশ পদ নির্ধারিত আছে। বাকি ২৫ শতাংশ পদে অন্য ক্যাডারের কর্মকর্তাদের মধ্য থেকে পদায়ন করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :