atv sangbad

Blog Post

atv sangbad > আন্তর্জাতিক > ইসরাইলকে রাফায় হামলা নিয়ে যে হুঁশিয়ারি দিল ইইউ

ইসরাইলকে রাফায় হামলা নিয়ে যে হুঁশিয়ারি দিল ইইউ

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ:

ইসরাইলকে গাজার রাফা সামরিক অভিযান ‘অবিলম্বে’ বন্ধ করার হুঁশিয়ারি দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তারা বলেছে, এটি করতে ব্যর্থ হলে, এ ব্লকের সঙ্গে দেশটির সম্পর্ক নষ্ট হবে।

বুধবার ইইউর পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান জোসেপ বোরেল ইউরোপীয় ইউনিয়নের নামে জারি করা বিবৃতিতে এসব কথা বলা হয়েছে। খবর এএফপির।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ইসরাইল রাফাতে তাদের সামরিক অভিযান অব্যাহত রাখলে, তা অনিবার্যভাবে ইসরাইলের সঙ্গে ইইউর সম্পর্কের ওপর একটি নেতিবাচক প্রভাব ফেলবে।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়ন ইসরাইলকে রাফাতে তাদের সামরিক অভিযান অবিলম্বে বন্ধ করার আহ্বান জানিয়েছে এবং তারা সতর্ক করে দিয়ে বলেছে, ‘এটি গাজায় মানবিক সহায়তা বিতরণকে আরও ব্যাহত করছে এবং সেখানের লোকজনকে দুর্ভিক্ষের মুখে ঠেলে দিচ্ছে।’

ইসরাইলের বৃহত্তম বাণিজ্যিক অংশীদার ইউরোপীয় ইউনিয়ন বলেছে, ইসরাইল রাফাহ ও এর আশপাশের ১০ লাখেরও বেশি লোকজনকে অন্য অঞ্চলে চলে যাওয়ার নির্দেশ দিয়েছে- যা নিরাপদ বলে বিবেচিত হতে পারে না বলে জাতিসংঘ উল্লেখ করেছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :