atv sangbad

Blog Post

atv sangbad > আইন-আদালত > বিমানের সাবেক এমডিসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বিমানের সাবেক এমডিসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের চার্জশিট

বিশেষ প্রতিনিধি, এটিভি সংবাদ 

পুরোনো ও ত্রুটিপূর্ণ মিসরীয় বিমান ভাড়ায় এনে সরকারের ১ হাজার ১৬৪ কোটি টাকা ক্ষতির মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

অভিযোগপত্রে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাবেক এমডিসহ নতুন করে সাতজনকে যুক্ত করা হয়েছে। এজাহারভুক্ত ২৩ জনের মধ্যে ১৪ জনকে অব্যাহতি দেওয়া হয়েছে।

গতকাল বুধবার ঢাকার মহানগর বিশেষ দায়রা জজ আদালতে তদন্ত কর্মকর্তা ও দুদকের উপ-পরিচালক আনোয়ারুল হক এ অভিযোগপত্র দাখিল করেন। দুদকের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন। এর আগে গত বছরের ৬ ফেব্রুয়ারি বিমানের ২৩ কর্মকর্তার বিরুদ্ধে মামলা করেছিলেন দুদকের উপ-পরিচালক জেসমিন আক্তার।

অভিযোগপত্রের আসামিদের মধ্যে বিমানের সাবেক এমডি ও সিইও কেভিন জন স্টিল, সাবেক পরিচালক ফ্লাইট অপারেশন্স ক্যাপ্টেন ইশরাত আহমেদ, সাবেক ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার শফিকুল আলম সিদ্দিক রয়েছেন।

তদন্ত প্রতিবেদনে বলা হয়, ২০১৪ সালে পাঁচ বছরের চুক্তিতে ইজিপ্ট এয়ার থেকে বোয়িংয়ের দুটি উড়োজাহাজ ভাড়া নিয়েছিল বিমান। ২০১৫ সালের ফেব্রুয়ারিতে একটির ইঞ্জিন বিকল হয়ে যায়। ইজিপ্ট এয়ার থেকে আরেকটি ইঞ্জিন ভাড়ায় আনা হলেও দেড় বছরের মাথায় সেটিও নষ্ট হয়ে যায়।

আসামিদের বিরুদ্ধে অভিযোগ, তারা পরস্পর যোগসাজশ ও ক্ষমতার অপব্যবহার করে উড়োজাহাজ দুটি ভাড়ায় এনে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ১ হাজার ১৬৪ কোটি টাকার ‘ক্ষতিসাধনপূর্বক আত্মসাৎ’ করেছেন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :