atv sangbad

Blog Post

atv sangbad > জাতীয় > সড়ক অবরোধ পরিবহন শ্রমিকদের মহাসড়কে ইজিবাইক চলাচল করায়

সড়ক অবরোধ পরিবহন শ্রমিকদের মহাসড়কে ইজিবাইক চলাচল করায়

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ :

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়ক ও শেখ হাসিনা মহাসড়কে ইজিবাইক চলাচল করায় কয়েকটি স্থানে সড়ক অবরোধ করেছে পরিবহন শ্রমিকরা। এ সময় লাঠিসোটা হাতে শ্রমিকদের বিক্ষোভ করতে দেখা গেছে। এতে যাত্রীদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। প্রশাসনের আশ্বাসে দেড়ঘণ্টা পর স্বাভাবিক হয় যান চলাচল।

স্থানীয়রা জানায়, নিষেধাজ্ঞা অমান্য করে জেলার দুটি মহাড়কে শত শত ইজিবাইক, থ্রি হুইলার, মাহিদ্রসহ তিন চাকার যান চলাচল করছে। এতে প্রায়ই দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে মানুষ। বৃহস্পতিবার বেলা ১২টার দিকে সদর উপজেলার খাগদী এলাকায় ইজিবাইকে কয়েকজন যাত্রী উঠাচ্ছিল চালক। এ সময় একটি লোকাল পরিবহনের হেলপার নিষেধ করায় বাকবিতণ্ডা হয়। পরে বাস ও মিনিবাস মালিক সমিতিকে জানালে অবরোধ করেন তারা।
এ সময় শহরের পুরাতন বাসস্ট্যান্ড, খাগদী, ভুরঘাটা, রাজৈর, টেকেরহাটসহ কয়েকটি স্থানে সড়কে বাস আড়াআড়ি করে অবরোধ করেন পরিবহন শ্রমিকরা। এতে বন্ধ হয়ে যায় সড়কে যান চলাচল। আটকে পড়ে শত শত যানবাহন। অবরোধ চলাকালে লাঠিসোটা হাতে বিক্ষোভ করেন শ্রমিকরা। এতে যাত্রীদের মাঝে ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরে প্রশাসনের আশ্বাসে দুপুর দেড়টার দিকে অবরোধ তুলে নেয় পরিবহন শ্রমিকরা। স্বাভাবিক হয় যান চলাচল।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন বলেন, অবরোধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেয় শ্রমিকরা। কিছু সময় যানবাহন চলাচল বন্ধ থাকলেও অপ্রীতিকর কোন পরিস্থিতি তৈরি হয়নি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :