atv sangbad

Blog Post

atv sangbad > প্রচ্ছদ > তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা

তাড়াইল উপজেলা পরিষদ নির্বাচনে জয়ী হলেন যারা

কিশোরগঞ্জ থেকে খায়রুল ইসলাম, এটিভি সংবাদ 

কিশোরগঞ্জের তাড়াইলে গতকাল ২৯মে তৃতীয় ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকাল ৪টা পর্যন্ত কোন ধরনের সহিংসতা ছাড়াই সুষ্ঠুভাবে উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এ বিষয়ে তাড়াইল উপজেলা নির্বাহী রিটার্নিং অফিসার আল মামুন এর সাথে কথা হলে তিনি জানান, ৫৬টি ভোট কেন্দ্র মোট ১৪৬৯৭৭ ভোট নিয়ে যথাযথ সময়ে ভোট শুরু হয় এবং প্রত্যেক কেন্দ্রে প্রিজাইডিং অফিসার সহকারি প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, পোলিং এজেন্ট, আইনশৃঙ্খলা বাহিনীসহ উপস্থিত থেকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ উপজেলা পরিষদ নির্বাচন উপহার দেন।

এরেই মাঝে চেয়ারম্যান পদে লাঙ্গল প্রতীকে ৩৯৯০৩ ভোট পেয়ে প্রাথমিক বেসরকারিভাবে নির্বাচিত হন জাপার মনোনীত প্রার্থী মো: জহিরুল ইসলাম ভূইয়া শাহীন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গিয়াস উদ্দিন লাকি মোটরসাইকেল প্রতীকে ৩২৪৫২ ভোট পেয়ে পরাজিত হন।

পাশাপাশি পুরুষ ভাইস চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী গোলাপ মিয়া উড়োজাহাজ প্রতীকে ১৭৯৩৮ভোট পেয়ে প্রাথমিক বেসরকারিভাবে নির্বাচিত হন এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শাহ আলম সিদ্দিকী তালা প্রতীকে ১৫৫১৮ ভোট পেয়ে পরাজিত হন।

মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস রহমান কলস প্রতীকে ৩২০৮৬ ভোট পেয়ে প্রাথমিক বেসরকারি ভাবে নির্বাচিত হন এবং তার নিটতম প্রতিদ্বন্দ্বী খাদিজা আক্তার আশা হাস প্রতীক ১১৪৯৮ ভোট পেয়ে পরাজিত হন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :