atv sangbad

Blog Post

atv sangbad > আন্তর্জাতিক > এরদোয়ান নেতানিয়াহুকে ধুয়ে দিলেন

এরদোয়ান নেতানিয়াহুকে ধুয়ে দিলেন

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ :

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে একহাত নিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। তিনি বলেছেন, নেতানিয়াহু এই অঞ্চল এবং পুরো বিশ্বকে বিপর্যয়ের দিকে নিয়ে যাচ্ছে। তাকে অবশ্যই থামাতে হবে। আজ রোববার আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রাজধানী আংকারায় এক ভাষণে এরদোয়ান বলেছেন, নেতানিয়াহু নামের এই বর্বর, গুণ্ডা ও রক্তপিপাসু আমাদের অঞ্চলসহ সমগ্র বিশ্বকে বিপর্যয়ের দিকে ঠেলে দিচ্ছে, তাকে অবশ্যই থামাতে হবে।

তুরস্কের প্রেসিডেন্ট আরও বলেন, তুর্কি হিসেবে আমরা প্রতিটি প্ল্যাটফর্মে ৭৬ বছর ধরে চলমান নিপীড়ন, গণহত্যা এবং অবিচারের বিরুদ্ধে আপত্তি জানাই। সর্বাত্মকভাবে আমরা ফিলিস্তিনি জনগণের পাশে আছি।

গত বছরের ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ চলছে। এতে এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৬ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে অন্তত এক লাখ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :