atv sangbad

Blog Post

atv sangbad > আইন-আদালত > ভূমির সাবেক কর্মকর্তা কুতুবের দণ্ড থেকে খালাসের রায় স্থগিত

ভূমির সাবেক কর্মকর্তা কুতুবের দণ্ড থেকে খালাসের রায় স্থগিত

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ :

দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় পাঁচ বছরের কারাদণ্ড থেকে ভূমি মন্ত্রণালয়ের সাবেক প্রশাসনিক কর্মকর্তা কুতুব উদ্দিন আহমেদকে খালাস দিয়ে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার আদালত। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দুদকের করা আবেদনের শুনানি নিয়ে আজ রোববার আপিল বিভাগের চেম্বার বিচারপতি এম ইনায়েতুর রহিম এ আদেশ দেন।

ওই মামলায় বিচারিক আদালতের রায়ে কুতুবের পাঁচ বছরের কারাদণ্ড হয়েছিল। এর বিরুদ্ধে তাঁর করা আপিল মঞ্জুর করে ২৯ মে রায় দেন হাইকোর্ট। সাজা থেকে খালাস পান তিনি। হাইকোর্টের রায় স্থগিত চেয়ে দুদক আপিল বিভাগে আবেদন করে, যা আজ চেম্বার আদালতে শুনানির জন্য ওঠে।

আদালতে দুদকের পক্ষে জ্যেষ্ঠ আইনজীবী খুরশীদ আলম খান শুনানি করেন। রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন শুনানিতে অংশ নেন। কুতুবের পক্ষে শুনানিতে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন ও শাহ মঞ্জুরুল হক।

পরে খুরশীদ আলম খানগনমাধ্যম বলেন, ‘ওই মামলায় পাঁচ বছরের কারাদণ্ড থেকে কুতুব উদ্দিনকে খালাস দিয়ে হাইকোর্ট রায় দিয়েছিলেন। হাইকোর্টের রায় আগামী ১ জুলাই পর্যন্ত স্থগিত করেছেন চেম্বার আদালত। ফলে তিনি কারামুক্তি পাচ্ছেন না।’

আইনজীবীর তথ্যমতে, সরকারি কর্মকর্তা হওয়া সত্ত্বেও ভুয়া আমমোক্তারনামার মাধ্যমে গুলশানে ১০ কাঠার একটি প্লট তাঁর শ্বশুরসহ কয়েকজনের নামে মালিকানা হস্তান্তরসহ জালিয়াতির অভিযোগে ২০১৮ সালে রাজধানীর গুলশান থানায় কুতুব উদ্দিনের বিরুদ্ধে মামলা করে দুদক। এ মামলায় ২০২২ সালের ১৪ ফেব্রুয়ারি বিচারিক আদালতের দেওয়া রায়ে কুতুবের পাঁচ বছরের কারাদণ্ড হয়। এ রায়ের বিরুদ্ধে একই বছরের ১০ মার্চ কুতুব হাইকোর্টে আপিল করেন। ২০২২ সালের ১৬ মার্চ হাইকোর্ট আপিল শুনানির জন্য গ্রহণ করেন। এই আপিলের ওপর শুনানি ২৩ মে শেষ হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :