atv sangbad

Blog Post

atv sangbad > আন্তর্জাতিক > ইমরান খান সাইফার মামলায় খালাস পেলেন

ইমরান খান সাইফার মামলায় খালাস পেলেন

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ :

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) প্রতিষ্ঠাতা ইমরান খান অবশেষে সাইফার মামলা থেকে খালাস পেয়েছেন। এছাড়া একই মামলা থেকে অব্যাহতি পেয়েছেন পিটিআই’র ভাইস চেয়ারম্যান শাহ মাহমুদ কুরেশী।

এক প্রতিবেদনে বলা হয়েছে, আজ সোমবার ইসলামাবাদ হাইকোর্ট (আইএইচসি) দুই নেতাকে এই মামলা থেকে খালাস দেন। দেশটির প্রধান বিচারপতি আমির ফারুক ও বিচারপতি মিয়াঙ্গুল হাসান আওরঙ্গজেবের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ রায় দিয়েছেন। সাইফার মামলায় সাজার বিরুদ্ধে আপিলের সংক্ষিপ্ত রায়ে সাজা বাতিল করে তাদের বেকসুর খালাস দেওয়া হয়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে পিটিআই এর আইনী দলের একজন মুখপাত্র লিখেছেন, সৃষ্টিকর্তাকে ধন্যবাদ, সাজার রায় বদলে গেছে।

চলতি বছরের জানুয়ারিতে ইমরান খান ও কুরেশীকে এই মামলায় ১০ বছরের জন্য কারাদণ্ড দেওয়া হয়েছিল। তবে গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, এই মামলায় খালাস পেলেও ইমরান খান ও কুরেশীকে জেলেই থাকতে হবে। এর কারণ হিসেবে বলা হয়েছে, ইসলামি শরিয়াহ আইন লঙ্ঘন করে বিয়ে করার অভিযোগে হওয়া মামলায় ইমরান খান ও তার স্ত্রী বুশরা বিবিকে অভিযুক্ত করেছেন দেশটির আদালত।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :