atv sangbad

Blog Post

atv sangbad > আন্তর্জাতিক > মোদির বিজেপিকে শাস্তি দিয়েছেন ভোটাররা: রাহুল গান্ধী

মোদির বিজেপিকে শাস্তি দিয়েছেন ভোটাররা: রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ :

ভারতের বিরোধী দল ন্যাশনাল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী বলেছেন, ‘‘ভোটাররা বিজেপিকে শাস্তি দিয়েছে।’’ আজ মঙ্গলবার ভারতের নির্বাচন কমিশন ঘোষিত ভোটের ফলে বিজেপির এককভাবে সংখ্যারিষ্ঠতা না পাওয়ার সম্ভাবনার মধ্যে সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।  রাহুল গান্ধী বলেন, ‘‘আমার দেশের জনগণের উপর আস্থা ছিল তারা সঠিক জবাব দেবেন।’’

ভোটের ফল মোদি ও অমিত শাহর প্রতি অনাস্থার বহিঃপ্রকাশ বলে দাবি করেন তিনি। রাহুল বলেন, ‘‘এই ফল হচ্ছে দেশের জনগণের সর্বসম্মত ঘোষণা যে আমরা নরেন্দ্র মোদী ও অমিত শাহকে ক্ষমতায় দেখতে চাই না।’’

সংবাদ সম্মেলনে কংগ্রেস সভাপতি মল্লিকার্জন খড়গে বলেছেন, বিজেপি এক ব্যক্তি ও এক নামকে সামনে রেখে জনগণের কাছে ভোট চেয়েছে। এই ফল তাই তাদের জন্য নৈতিক পরাজয়।

দেশটিতে এককভাবে সরকার গঠন করতে হলে কোনো দলকে ২৭২টি আসন পেতে হবে। তবে সেই সম্ভাবনা এবার ক্ষীণ। কংগ্রেসের অন্যতম নেতা রাহুল গতবার আমেথিতে হারলেও এবার লড়াই করা দুই আসনেই জয় পেয়েছেন। এর মধ্যে দক্ষিণে ওয়ানাড়ে তিন লাখ ৬৪ হাজার ভোটের ব্যবধানে জিতেছেন। অন্যদিকে উত্তরের আসন রায় বারেলিতে জয় পেয়েছেন তিন লাখ ৮৯ হাজারের বেশি ভোটের ব্যবধানে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :