atv sangbad

Blog Post

atv sangbad > খেলাধুলা > যা বলছেন তাসকিন শরিফুলের ছিটকে পড়া নিয়ে

যা বলছেন তাসকিন শরিফুলের ছিটকে পড়া নিয়ে

ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ : 

নতুন বলে বাংলাদেশের ভরসার নাম এখন শরিফুল ইসলাম। নতুন বলে শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলার জন্য অধিনায়কের ভরসার জায়গাটা অর্জন করেছেন তিনি। কিন্তু বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচের আগে বড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে আঘাত পাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচটি থেকে ছিটকে গেছেন শরিফুল। এই বাঁহাতি পেসারের না থাকাকে বড় ক্ষতি মনে করেন তাসকিন আহমেদ।

বিশ্বকাপের আগে ঘরের মাটিতে বাংলাদেশ শেষ সিরিজ খেলেছে জিম্বাবুয়ের বিপক্ষে। আর সেই সিরিজের শেষ ম্যাচের আগে ইনজুরিতে পড়েন তাসকিন আহমেদ। যে ইনজুরিতে বিশ্বকাপ থেকেই ছিটকে পড়ার শঙ্কায় ছিলেন এই ডানহাতি পেসার। তবে আশার কথা, দলের সঙ্গে আমেরিকায় পা রাখা এই পেসার অনুশীলন শুরু করেছেন। প্রথম ম্যাচের আগেই তার পুরোপুরি ফিট হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী দল।

তাসকিনকে নিয়ে হাফ ছেড়ে বাঁচতে না বাঁচতেই আরেক ধাক্কা খেয়েছে বাংলাদেশ। ভারতের বিপক্ষে গা গরমের ম্যাচে হাতে আঘাত পেয়েছেন শরিফুল ইসলাম। নতুন বলে এই সময়ে দেশের সেরা বোলার এই বাঁহাতিই। ভারতের বিপক্ষে ম্যাচটিতেও শুরুতেই সাঞ্জু স্যামসনকে ফিরিয়েছিলেন। ভাগ্য প্রসন্ন হলে রোহিত শর্মার উইকেটটিও পেতে পারতেন তিনি। অথচ তার হাতেই কিনা পরল ৬টি সেলাই। যে কারণে অন্তত শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচটি খেলা হচ্ছে না শরিফুলের।

বিশ্বকাপে যখন তাসকিন-শরিফুল জুটি দেখার অপেক্ষায় সমর্থকরা, তখন সতীর্থের এভাবে ছিটকে পড়ায় হতাশ তাসকিন আহমেদ। সংবাদকর্মীদের তিনি বলেন, ‘শরীফুলের বিষয়টি দুর্ভাগ্যজনক। মাত্র একটা বল বাকি ছিল। তখন (বল) হাতে লেগে হাত ফেটে গেছে। ওর ব্যাপারটা এখন বলা কঠিন। মাত্র তিন দিন আগে হয়েছে, আশা করছি ও সুস্থ হয়ে উঠবে। আমরা এখনো কেউ কিছু বলতে পারছি না। হাতে যেহেতু সেলাই পড়েছে, ডাক্তাররাই বলতে পারবে।’

ইনজুরির কারণে শরিফুলের ছিটকে পড়াকে বাংলাদেশের বোলিংয়ের জন্য বড় ক্ষতি মনে করেন তাসকিন,  ‘আসলে প্রতিটি ম্যাচই সুযোগ। বিশেষ করে বিশ্বকাপে প্রতি ম্যাচে তো আরও বেশি রোমাঞ্চ থাকে। শরীফুল যদি না খেলতে পারে, তাহলে এটা আমাদের বোলিং আক্রমণের জন্য বড় ক্ষতি। তবে বাকিরা প্রস্তুত। আমরা মোটামুটি সবাই ভালো ছন্দে আছি। যদি আমিও না খেলতে পারি, বাকি যারা আছে তারাও প্রস্তুত। আশা করছি যারাই খেলবে সেরাটা দিতে পারলে যথেষ্ট হবে।’

শঙ্কা কাটিয়ে শ্রীলঙ্কার বিপক্ষেই ফিরছেন তাসকিন। খেলার ব্যাপারে আশাবাদী তিনি নিজেও, ‘আল্লাহর রহমতে উন্নতি অনেক ভালো। তিনটা বোলিং সেশন করতে পারলাম। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে। সব মিলিয়ে উন্নতি ভালো। কালকেও আরেকটা সেশন আছে। সবকিছু ঠিক থাকলে আশা করছি প্রথম ম্যাচ থেকে খেলতে পারব।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :