atv sangbad

Blog Post

atv sangbad > খেলাধুলা > ভারত আইরিশদের ব্যাটিংয়ে পাঠাল টস জিতে

ভারত আইরিশদের ব্যাটিংয়ে পাঠাল টস জিতে

ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ : 

টি-টোয়েন্টি বিশ্বকাপের নবম আসরের অষ্টম ম্যাচে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মুখোমুখি আয়ারল্যান্ড ক্রিকেট দল।

বুধবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের নাসাউ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আইরিশদের ব্যাটিংয়ে পাঠিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক রোহিত শর্মা।

এই ম্যাচের আগে ভারত-আয়ারল্যান্ড টি-টোয়েন্টিতে ৮ ম্যাচে অংশ নেয়। অতীতের সেই দেখায় ৭ ম্যাচে জয় পায় ভারত। একটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়।

তবে টি-টোয়েন্টি বিশ্বকাপে দুই দল মাত্র এক ম্যাচে অংশ নেয়। ২০০৯ সালে নটিংহ্যামে অনুষ্ঠিত সেই ম্যাচে জয় পায় ভারত।

ভারত: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্থ, শুভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, মোহাম্মদ সিরাজ, জাসপ্রিত বুমরাহ ও আরশদীপ সিং।

আয়ারল্যান্ড: পল স্টার্লিং, অ্যান্ডি বালবির্নি, লোরকান টাকার, হ্যারি টেক্টর, কার্টিজ ক্যাম্পার, জর্জি ডকরেল, গ্রেথ ডেলানি, মার্ক অ্যাডায়ার, বেরি ম্যাকার্থি, জস লিটল ও বেন হোয়াইট।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :