atv sangbad

Blog Post

atv sangbad > খেলাধুলা > যুক্তরাষ্ট্র ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তানকে

যুক্তরাষ্ট্র ব্যাটিংয়ে পাঠাল পাকিস্তানকে

ক্রীড়া ডেস্ক, এটিভি সংবাদ : 

চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে টসভাগ্য পক্ষে আসেনি পাকিস্তানের। যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনাঙ্ক প্যাটেল টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছে।

ডালাসের গ্র্যান্ড প্রেইরি স্টেডিয়ামে খেলার অভিজ্ঞতা থেকে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বলে টসের সময় জানান যুক্তরাষ্ট্র অধিনায়ক মোনাঙ্ক, ‘আমরা এই মাঠে অনেক খেলেছি। এই মাঠে রান তাড়া করা সহজ। এছাড়া লক্ষ্যটা জেনে ব্যাট করা ভালো।’

পাকিস্তান অধিনায়ক বাবর আজম টসের প্রতিক্রিয়ায় বলেন, ‘আমরাও আগে বোলিংই করতাম। যেহেতু সকালে ফ্রেশ পিচে খেলা হচ্ছে, আমরা বড় স্কোর গড়ার চেষ্টা করব।’

পাকিস্তান একাদশ:

বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান, উসমান খান, ফখর জামান, আজম খান, ইফতিখার আহমেদ, শাদাব খান, শাহীন শাহ আফ্রিদি, নাসিম শাহ, মোহাম্মদ আমির ও হারিস রউফ

যুক্তরাষ্ট্র একাদশ:

স্টিভেন টেলর, মোনাঙ্ক প্যাটেল (অধিনায়ক), অ্যান্ড্রিস গাউস, অ্যারন জোন্স, নীতীশ কুমার, কোরি অ্যান্ডারসন, হারমিত সিং, জসদীপ সিং, নস্টুশ কেনজিগে, সৌরভ নেত্রাভালকার, আলি খান

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :