atv sangbad

Blog Post

atv sangbad > আন্তর্জাতিক > ‘খেলা’ দেখিয়ে বিজেপিকে মামলায়ও জামিন পেলেন রাহুল গান্ধী

‘খেলা’ দেখিয়ে বিজেপিকে মামলায়ও জামিন পেলেন রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ :

লোকসভা নির্বাচনে ভালো ফল। এবার আদালত থেকেও সুখবর পেয়েছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী।

ভারতীয় গণমাধ্যম জানিয়েছে, বেঙ্গালুরুর বিশেষ আদালতে মানহানির মামলায় জামিন পেয়েছেন রাহুল। কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের ভাই ডিকে সুরেশের দেয়া বন্ডে জামিন পেলেন তিনি।

ঠিক কী অভিযোগ কংগ্রেসের সাবেক এই সভাপতির বিরুদ্ধে? ২০২৩ সালের মে মাসে কর্নাটকের বিধানসভা নির্বাচনের আগে প্রচারে রাহুল অভিযোগ করেছিলেন, সরকারি কাজের জন্য নাকি সেসময় ক্ষমতায় থাকা বিজেপি সরকার ৪০ শতাংশ হারে কমিশন নিতো। বাসবরাজ বোম্বাইয়ের সরকারকে ‘৪০ শতাংশের সরকার’ বলে কটাক্ষও করেন রাহুল।

কংগ্রেস নেতার এই দাবির বিরুদ্ধে আদালতে যান কর্নাটকে বিজেপির সাধারণ সম্পাদক কেশব প্রসাদ।

 
ওই মামলাতেই শুক্রবার (৭ জুন) রাহুলকে বেঙ্গালুরুর বিশেষ আদালতে হাজিরা দেয়ার নির্দেশ দেয়া হয়েছিল। আর এদিন হাজিরা দিতেই রাহুলকে জামিন দিলেন কর্নাটকের নিম্ন আদালত।

রাহুল গান্ধীর পাশাপাশি কর্নাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ও উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমারের বিরুদ্ধেও মামলা করেছিল বিজেপি। তবে ওই দুই নেতা অতিরিক্ত প্রধান মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের সামনে হাজিরা দিয়েছিলেন গত ১ জুন। সেদিনই মামলায় জামিন মঞ্জুর করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :