atv sangbad

Blog Post

atv sangbad > প্রচ্ছদ > অভিনেতা টুটুল চৌধুরী পরিচালক হলেন বাংলাদেশ ব্যাংকের

অভিনেতা টুটুল চৌধুরী পরিচালক হলেন বাংলাদেশ ব্যাংকের

বিনোদন ডেস্ক, এটিভি সংবাদ : 

বাংলাদেশ ব্যাংকের পরিচালক হলেন অভিনেতা টুটুল চৌধুরী। এর আগে তিনি ব্যাংকটির অতিরিক্ত পরিচালক (জিএম) পদে কর্মরত ছিলেন।

রোববার (৯ জুন) বাংলাদেশ ব্যাংক থেকে টুটুল চৌধুরীকে পরিচালক পদে পদোন্নতি পত্র দেওয়া হয়েছে।

১৯৯৯ সালে সহকারী পরিচালক পদে বাংলাদেশ ব্যাংকে যোগদান করেছিলেন টুটুল চৌধুরী। এরপর তিনি উপ-পরিচালক, যুগ্ম পরিচালক, অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এখন তিনি পঞ্চম পদন্নোতি পেয়ে পরিচালক হয়েছেন।

টুটুল চৌধুরী বলেন, অফিসার পদে যোগদান করেছিলাম। ছোটবেলা থেকে প্রয়াত আবদুল্লাহ আল মামুন ভাইয়ের থিয়েটারে যুক্ত ছিলাম। ব্যাংকে চাকরি করলেও অভিনয়টা নেশার মতো। সবসময় অফিস থেকে অনুমতি নিয়ে অভিনয় করছি। তাছাড়া ছুটির দিনে বিশ্রাম না নিয়ে শুটিং করেছি। দুটো মেইনটেইন করতে যথেষ্ট পরিশ্রম করতে হয়েছে; এখনও করে যাচ্ছি।

প্রায় পাঁচ শতাধিকেরও বেশি নাটকে অভিনয় করেছেন টুটুল চৌধুরী। ২০২২ সালে অঞ্জন আইচ পরিচালিত ‘আগামীকাল’ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করতে দেখা গেছে তাকে। তার আরেক ছবি ‘কানামাছি’ মুক্তির অপেক্ষায় রয়েছে। বর্তমানে ‘বকুলপুর’, ‘প্রবাসী পরিবার’, ‘জাদুনগর’সহ আরও একাধিক ধারাবাহিকে তিনি অভিনয় করছেন। ব্যাংকার এবং অভিনেতা পরিচয়ের পাশাপাশি টুটুল চৌধুরী একজন শিক্ষা উদ্যোক্তা। তিনি সহজপাঠ্য স্কুলের প্রতিষ্ঠাতা প্রিন্সিপ্যাল।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :