atv sangbad

Blog Post

atv sangbad > আন্তর্জাতিক > সৌদিআরবে হজ করতে ১৩০ বছর বয়সী বৃদ্ধা নারী:বৃদ্ধাকে যেভাবে বরণ করল সৌদি

সৌদিআরবে হজ করতে ১৩০ বছর বয়সী বৃদ্ধা নারী:বৃদ্ধাকে যেভাবে বরণ করল সৌদি

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ :

সৌদি আরবে হজ করতে গিয়ে উষ্ণ অভ্যর্থনা পেলেন এক বৃদ্ধা। তিনি আলজেরিয়ার অধিবাসী। বৃদ্ধার নাম সারহৌদা সেটিত। এ বছর হজযাত্রীদের মধ্যে তিনিই সবচেয়ে বয়স্ক। তার বয়স ১৩০ বছর! এত বয়সেও হজে আসায় আলাদা করে বিশ্বজুড়ে নজর কেড়েছেন এই বৃদ্ধা হজযাত্রী।

সারহৌদা সৌদি আরবে পৌঁছার পর কর্মকর্তারা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান। সৌদি এয়ারলাইনসে করে হজে গিয়েছেন সারহৌদা। সবচেয়ে বয়স্ক হজযাত্রী হিসেবে বিশেষভাবে তার আগমন উদ্যাপন করেছে আকাশ পরিবহন সেবাদাতা সংস্থাটি। সৌদিয়া গ্রুপ অফিশিয়াল এক্স হ্যান্ডলে তার সম্পর্কে তথ্য শেয়ার করেছে।

সৌদি সংবাদমাধ্যম আল-আরাবিয়ার খবরে বলা হয়,  হজ পালনে প্রবীণ এ নারীর দৃঢ়তা সবাইকে মুগ্ধ করে। সামাজিক যোগাযোগ মাধ্যমে তার হজযাত্রার প্রশংসা করা হয়।

ইসলামের পাঁচটি স্তম্ভের একটি হজ। প্রতি বছর আরবি জিলহজ মাসে সারা বিশ্ব থেকে ধর্মপ্রাণ মুসলমানেরা পবিত্র কাবা তাওয়াফ ও মহানবী (সা.)–এর রওজা জিয়ারত করতে সৌদি আরবে যান।

সৌদি কর্তৃপক্ষ এ বছর ১৫ লাখের বেশি হজযাত্রীকে স্বাগত জানানোর প্রস্তুতি শুরু করেছে। চলতি সপ্তাহেই হজযাত্রীদের আগমন শুরু হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :