atv sangbad

Blog Post

atv sangbad > আন্তর্জাতিক > আরব আমিরাতে ২১ বছর হলেই মদের লাইসেন্স, লাগছে না টাকা

আরব আমিরাতে ২১ বছর হলেই মদের লাইসেন্স, লাগছে না টাকা

আন্তর্জাতিক ডেস্ক, এটিভি সংবাদ 

সংযুক্ত আরব আমিরাতের বেশিরভাগ অংশেই এখন আর অ্যালকোহলযুক্ত পানীয় তথা মদ পান করা নিষিদ্ধ নয়। বেশকিছু কঠোর বিধিনিষেধ থাকলেও মদের লাইসেন্স পাওয়া সহজ করা হয়েছে। লাগছে না কোনো টাকাও। ২১ বছর হলেই আবেদন করা যাচ্ছে লাইসেন্সের জন্য। ঘরে বসে অনলাইনে কিংবা নিবন্ধিত কোনো দোকানে গিয়েও আবেদনের সুযোগ রয়েছে। আবেদন প্রক্রিয়া শুরু হলে এবং লাইসেন্স পাওয়ার আগেই মদ কিনতে পারবেন যে কেউ। খবর খালিজ টাইমসের।

দেশটির প্রধান শহর দুবাইতে ২০২৩ সালে অ্যালকোহলযুক্ত পানীয় কেনার বিষয়ে আইন অনেকটাই শিথিল করা হয়। সে সময় মদের ওপর থেকে ৩০ শতাংশ ট্যাক্স প্রত্যাহার করে নেয় কর্তৃপক্ষ। এর ফলে এসব পানীয় পর্যটক ও দেশটির নাগরিকদের কাছে আরও সহজলভ্য হয়ে ওঠে।

মদ কেনা ও গ্রহণ করার ক্ষেত্রে বিধিনিষেধের মধ্যে রয়েছে-

বয়স সীমা- দুবাইসহ আরব আমিরাতের সবখানেই অ্যালকোহলযুক্ত পানীয় ক্রয় ও পানের ক্ষেত্রে অন্তত ২১ বছর বয়স হতে হবে। এর কম বয়সী কেউ মদ গ্রহণ করতে পারবে না।

মদ পানের অনুমোদিত স্থান- দুবাইতে যেখানে সেখানে অ্যালকোহলযুক্ত পানীয় গ্রহণ করার অনুমতি নেই। লাইসেন্স থাকলেও মদ পানকারীকে অবশ্যই সুনির্দিষ্ট জায়গায় সেটি গ্রহণ করতে হবে। নইলে জেল জরিমানার মুখোমুখি হতে হবে।

রেস্টুরেন্টে- বৈধ অ্যালকোহল লাইসেন্স রয়েছে এমন রেস্তোরাঁ বা লাউঞ্জেই কেবল অ্যালকোহলযুক্ত পানীয় সেবন করা যাবে। দেশটিতে প্রকাশ্যে অ্যালকোহল পান করা নিষিদ্ধ।

বাসাবড়িতে- কোনো ব্যক্তির যদি অ্যালকোহল লাইসেন্স থাকে তাহলে নিজের বাড়িতে বা থাকার জায়গায় অ্যালকোহলযুক্ত পানীয় গ্রহণ করতে পারবেন।

মদ্যপ অবস্থায় ড্রাইভিং করলে জেল-জরিমানা- সংযুক্ত আরব আমিরাতে মাতাল অবস্থায় গাড়ি চালানো নিষিদ্ধ। এই আইন লঙ্ঘনকারীকে জরিমানা করা হবে অথবা আদালত সিদ্ধান্ত দেবেন। শুধু তাই নয়, ড্রাইভিং লাইসেন্সে ২৩টি কালো পয়েন্ট যুক্ত হবে। তার গাড়িটি ৬০ দিনের জন্য বাজেয়াপ্তও করবে সরকার।

২০২২ সালে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর দায়ে এক ব্রিটিশ প্রবাসীকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল। একইসঙ্গে তার গাড়িটি ৩০ দিনের জন্য বাজেয়াপ্ত করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ ছিল, অ্যালকোহল পান করে গাড়ি চালানো, উল্টো পথে গাড়ি চালানো এবং সম্পত্তির ক্ষয়ক্ষতি করা।

মদ কেনা- যদি কেউ দুবাইতে অ্যালকোহল কিনতে চায় তাহলে অবশ্যই লাইসেন্স থাকতে হবে। তবে এই লাইসেন্স পাওয়া এখন খুব সহজ করা হয়েছে। কারণ, এখন অনলাইনেও মদের লাইসেন্সের জন্য আবেদন করা যায়। অথবা কেউ চাইলে বৈধ কোনো অ্যালকোহলের দোকানে গিয়ে অফলাইনে আবেদন করে বিনামূল্যে লাইসেন্স নিতে পারেন। দেশটির নাগরিকদের জন্য জাতীয় পরিচয় পত্র দিতে হবে। আবেদন করার পরপরই মদ কিনতে পারবেন যে কেউ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :