atv sangbad

Blog Post

জাবি’র নতুন ভিসি অধ্যাপক নূরুল আলম

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ 

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন ভিসির দায়িত্ব পেলেন অধ্যাপক মো. নূরুল আলম। এর আগে তিনি বিশ্ববিদ্যালয়ের সাময়িক ভিসির দায়িত্বে ছিলেন।

গতকাল বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি আব্দুল হামিদের আদেশক্রমে শিক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। শিক্ষা মন্ত্রণালয়ের উপ-সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও আচার্যের অনুমোদনক্রমে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাময়িক দায়িত্বপ্রাপ্ত ভিসি পদার্থ বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক মো. নূরুল আলমকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আইন ১৯৭৩ এর ১১ (১) ধারা অনুযায়ী ভিসি পদে ৪ (চার) বছরের জন্য নিয়োগ করা হলো।

ksrm

উল্লেখ্য, গত ১২ই আগস্ট জাবিতে ৩ সদস্যের ভিসি প্যানেল নির্বাচন হয়। নির্বাচনে সর্বোচ্চ ৪৮ ভোট পেয়ে প্রথম হন অর্থনীতি বিভাগের অধ্যাপক আমির হোসেন। ৪৬ ভোট পেয়ে দ্বিতীয় হন পদার্থ বিজ্ঞানের অধ্যাপক ও নতুন ভিসি মো. নূরুল আলম এবং ৩২ ভোট পেয়ে তৃতীয় হন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক অজিত কুমার মজুমদার। এর আগে চলতি বছরের ১৭ই এপ্রিল সাময়িক ভিসির দায়িত দেয়া হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :