atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > ঝিনাইগাতীতে এসএসসি পরীক্ষায় প্রক্সি দেওয়ায় ২ জনের কারাদণ্ড

ঝিনাইগাতীতে এসএসসি পরীক্ষায় প্রক্সি দেওয়ায় ২ জনের কারাদণ্ড

ঝিনাইগাতী (শেরপুর) সংবাদদাতা, এটিভি সংবাদ : 

শেরপুরের ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় প্রক্সি দেওয়ার দায়ে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও এক শিক্ষার্থীকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে এসএসসি পরীক্ষার ভেন্যুকেন্দ্র ঝিনাইগাতী সরকারি মডেল প্রাথমিক বিদ্যালয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবির ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ সাজা দেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার সারিকালিনগর এলাকার আব্দুল মান্নানের ছেলে এনামুল হক বুলবুল (২৪), দিঘীরপাড় এলাকার মো. ছামিউল হকের ছেলে মো. হানিফ (১৯) ও সারিকালিনগর এলাকার জান্নাতুল ফেরদৌস (২১)।

জানা যায়, ভুয়া পরীক্ষার্থী এনামুল হক বুলবুল ও মো. হানিফ তাদের বন্ধু পরীক্ষার্থীর জন্য ও জান্নাতুল ফেরদৌস মায়ের পরিবর্তে এসএসসি (ভোকেশনাল) এর প্রক্সি পরীক্ষা দিতে এসেছিলেন। পরীক্ষার্থীরা উপজেলার আহমদনগর উচ্চ বিদ্যালয়ের এসএসসি (ভোকেশনাল) শাখার শিক্ষার্থী ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল কবির বলেন, পরীক্ষা চলাকালীন সময়ে কেন্দ্র পরিদর্শনে গিয়ে একজন পরীক্ষার্থীর আচরণে সন্দেহ হয়। পরে কেন্দ্র সচিব মো. আব্দুল হামিদের সহায়তায় তখন সব শিক্ষার্থীর কাগজপত্র যাচাই করে এনামুল হক, হানিফ ও জান্নাতুল ফেরদৌস পরীক্ষার্থী সেজে পরীক্ষার্থীদের পরিবর্তে প্রক্সি পরীক্ষা দিচ্ছিল। দোষ স্বীকার করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুইজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও তাদেরকে ১০০ টাকা করে অর্থদণ্ড এবং জান্নাতুল ফেরদৌসকে ১ হাজার টাকা অর্থ দণ্ড প্রদান করা হয়।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :