atv sangbad

Blog Post

সহকারী প্রক্টর দ্বীন ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ :

সহকারী প্রক্টর দ্বীন ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকার আত্মহত্যার ঘটনায়।তবে এখনো কারাগারে আছেন আরেক অভিযুক্ত সহপাঠী আম্মান সিদ্দিকী।

তিনি মুক্তি পান বুধবার বিকালে কুমিল্লা কারাগার থেকে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ হোসেন।

ওসি মো. ফিরোজ হোসেন বলেন, ‘হাইকোর্টের নির্দেশে বুধবার দ্বীন ইসলাম জামিনে মুক্তি পেয়েছেন। দুপুরের পর কোর্টের অর্ডারটি কারাগারে আসে। এরপরই তাকে কারাগার থেকে জামিনে মুক্তি দেওয়া হয়। পরিবারের সদস্যরা তাকে গ্রহণ করে নিয়ে গিয়েছেন।’

ফেসবুকে পোস্ট দিয়ে গত ১৫ মার্চ জবির সহকারী প্রক্টর দ্বীন ইসলাম ও সহপাঠী আম্মান সিদ্দিকীকে দায়ী করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন ফাইরুজ অবন্তিকা। দ্বীন ইসলাম ও রায়হান সিদ্দিকী আম্মানকে আটক করে পুলিশ আন্দোলনরত শিক্ষার্থীদের আলটিমেটামে।অবন্তিকার মা এ ঘটনায় কোতোয়ালি থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগে মামলা করেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসন এ ঘটনার পর দ্বীন ইসলামকে সাময়িক বরখাস্ত ও আম্মানকে সাময়িক বহিষ্কার করে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :