atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > ঝিনাইদহে বাসে তল্লাশি, স্বর্ণের গহনাসহ চোরাকারবারি আটক

ঝিনাইদহে বাসে তল্লাশি, স্বর্ণের গহনাসহ চোরাকারবারি আটক

ঝিনাইদহ প্রতিনিধি, এটিভি সংবাদ 

ঝিনাইদহে যাত্রীবাহী বাসে তল্লাশি করে অবৈধ স্বর্ণে গহনাসহ ফয়সাল নামে এক চোরাকারবারিকে আটক করেছে ডিবি পুলিশ। তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে ৬৪০ গ্রাম ওজনের বিভিন্ন ডিজাইনের স্বর্ণালঙ্কার।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের সাধুহাটি বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

আটক ফয়সালের বাড়ি কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার হাশিমপুর গ্রামে। সে থাকে রাজধানী ঢাকা শহরে। পাশের জেলা চুয়াডাঙ্গা থেকে স্বর্ণালঙ্কারগুলো ঢাকায় পাচার করছিল সে।

ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকায় স্বর্ণপাচার হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে চেকপোস্ট বসানো হয়। এ সময় চুয়াডাঙ্গা থেকে ফরিদপুরগামী সাথী এক্সপ্রেস নামে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানোর সময় সন্দেহজনক যাত্রী ফয়সাল নামে এক যুবককে আটক করেন তারা।

একপর্যায়ে তার দেহ তল্লাশি করে ৬৪০ গ্রাম ওজনের বাহারি ডিজাইনের স্বর্ণালঙ্কার পাওয়া যায়।

আটক ব্যক্তির কাছ থেকে পাওয়া তথ্যর ভিত্তিতে গডফাদারকে তালাশ করছে পুলিশ। ফয়সালের বিরুদ্ধে যথাযথ আইনিব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি ডিবি।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :