atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > পদ্মার ভাঙনে মসজিদ বিলীন, ঝুঁকিতে ফেরিঘাট

পদ্মার ভাঙনে মসজিদ বিলীন, ঝুঁকিতে ফেরিঘাট

রাজবাড়ী প্রতিনিধি, এটিভি সংবাদ  

রাজবাড়ীর গোয়ালন্দে পদ্মার ভাঙনে ৪ নম্বর ফেরিঘাট এলাকার একটি মসজিদ নদীগর্ভে বিলীন হয়েছে, ঝুঁকিতে পড়েছে ফেরিঘাট। ভাঙনের কবলে রয়েছে বসতবাড়ীসহ আরও নানা স্থাপনা। সোমবার ফেরিঘাটের সিদ্দিক কাজী পাড়া এলাকায় এ ভাঙন শুরু হয়।

ভাঙনের কবলে পড়া মসজিদসহ অন্তত ৫টি বসতবাড়ী নদীতে  বিলীন হয়েছে। ভাঙন আতঙ্কে সরিয়ে নেয়া হয়েছে ওই এলাকার অর্ধশত স্থাপনা। হুমকিতে রয়েছে লঞ্চ এবং ৩, ৪ ও ৫ নম্বর ফেরিঘাটসহ দুই শতাধিক বাড়ী। ভাঙন রোধে কাজ শুরু করেছে বিআইডব্লিউটিএ। কাজের গতি কম বলে অভিযোগ করেছেন স্থানীয়রা।

এদিকে ভাঙন এলাকা পরিদর্শন করেছেন রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম, গোয়ালন্দ উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মোস্তফা মুন্সি, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিজুল হক খান মামুন, দৌলতদিয়া ইউপি চেয়ারম্যান রহমান মন্ডলসহ আরও অনেকে।

দৌলতদিয়া ২ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য আশরাফুল ইসলাম আশরাফ জানান, সোমবার সকাল থেকে ৪ নম্বর ঘাট এলাকায় ভাঙন শুরু হয়েছে। ভাঙনে মসজিদ নদীগর্ভে বিলীন হয়ে গেছে। বহু বাড়ী সরিয়ে নেয়া হয়েছে।

বিআইডব্লিউটিএ’র উপ-সহকারী প্রকৌশলী মকবুল হোসেন বলেন, ভাঙন রোধে কাজ চালিয়ে যাচ্ছেন তারা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

রাজবাড়ী জেলা প্রশাসক দিলসাদ বেগম বলেন, ঘাট এলাকায় স্থায়ী কাজ করা হবে। ভাঙন রোধে বিআইডব্লিউটিএ বালুর বস্তা ফেলার কাজ শুরু করেছে। কাজের গতি বাড়াতে বিআইডব্লিউটিএকে নির্দেশ দেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্থদের তালিকা করে শুকনো খাবার দেয়া হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :