atv sangbad

Blog Post

atv sangbad > অন্যান্য > বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৬ গুণীজন

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পাচ্ছেন ১৬ গুণীজন

নিউজ ডেস্ক, এটিভি সংবাদ 

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার-২০২৩ ঘোষণা করা হয়েছে। ১১টি ক্যাটাগরিতে ১৬ গুণীজন এ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন। অমর একুশে গ্রন্থমেলা-২০২৪-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাদের হাতে এই পুরস্কার তুলে দেবেন।

বুধবার (২৪ জানুয়ারি) রাতে বাংলা একাডেমির সচিব (অতিরিক্ত দায়িত্ব) ড. মো. হাসান কবীরের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার কমিটি ২০২৩’-এর সকল সদস্যের সম্মতিক্রমে ও একাডেমির নির্বাহী পরিষদের অনুমোদনক্রমে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩’ ঘোষণা করা হয়েছে। এ বছর কথাসাহিত্য, নাটক ও নাট্যসাহিত্য, মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা, বঙ্গবন্ধুবিষয়ক গবেষণা, ও ফোকলোর — এ ৫টি ক্যাটাগরিতে দুইজন করে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছেন।

বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৩ প্রাপ্তরা হলেন :

    • কবিতা : শামীম আজাদ
    • কথাসাহিত্য: নূরুদ্দিন জাহাঙ্গীর, সালমা বাণী
    • প্রবন্ধ/গবেষণা: জুলফিকার মতিন
    • অনুবাদ: সালেহা চৌধুরী
    • নাটক ও নাট্যসাহিত্য (যাত্রা/পালা নাটক/সাহিত্যনির্ভর আর্টফিল্ম বা নান্দনিক চলচ্চিত্র): মৃত্তিকা চাকমা, মাসুদ পথিক
    • শিশুসাহিত্য: তপংকর চক্রবর্তী
    • মুক্তিযুদ্ধভিত্তিক গবেষণা: আফরোজা পারভীন, আসাদুজ্জামান আসাদ
    • বঙ্গবন্ধুবিষয়ক গবেষণা: সাইফুল্লাহ মাহমুদ দুলাল, মো. মজিবুর রহমান
    • বিজ্ঞান/কল্পবিজ্ঞান/পরিবেশ বিজ্ঞান: ইনাম আল হক
    • আত্মজীবনী/স্মৃতিকথা/ভ্রমণকাহিনি/মুক্তগদ্য: ইসহাক খান
    • ফোকলোর: তপন বাগচী, সুমন কুমার দাশ

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :