atv sangbad

Blog Post

atv sangbad > প্রচ্ছদ > তারিক উল হাকিম ও ওবায়দুল হাসান হলেন আপিল বিভাগের নতুন বিচারপতি

তারিক উল হাকিম ও ওবায়দুল হাসান হলেন আপিল বিভাগের নতুন বিচারপতি

নিজস্ব প্রতিবেদক:
হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারপতি তারিক উল হাকিম এবং বিচারপতি ওবায়দুল হাসানকে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হিসেবে নিয়ােগ দেয়া হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে আইন মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব (দায়িত্বপ্রাপ্ত) মাে: গোলাম সারওয়ার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের নিয়োগের কথা জানানো হয়।

ওই প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘সংবিধানের ৯৫ (১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে কর্মরত বিচারপতি তারিক উল হাকিম এবং বিচারপতি ওবায়দুল হাসানকে তাদের শপথ গ্রহণের তারিখ হইতে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়ােগ করিয়াছেন। এই নিয়ােগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হইবে।’

বর্তমানে আপিল বিভাগে ছয়জন বিচারপতি রয়েছেন। নতুন দু’জনের নিয়োগে আপিল বিভাগে মোট বিচারকের সংখ্যা হলো আটজন।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :