atv sangbad

Blog Post

atv sangbad > সারাদেশ > বিধিনিষেধ উপেক্ষা করে শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল

বিধিনিষেধ উপেক্ষা করে শিমুলিয়া ঘাটে ঘরমুখো মানুষের ঢল

মুন্সিগঞ্জ থেকে জয়, এটিভি সংবাদ 

কঠোর বিধিনিষেধ উপেক্ষা করে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গগামী যাত্রী ও যানবাহনের ভিড় দেখা গেছে। বিভিন্ন স্থানে চেকপোস্ট থাকা সত্ত্বেও সকাল থেকে ঘাটে হাজার হাজার যাত্রী এসে ভিড় জমায়।

No description available.

আজ শুক্রবার (৯ জুলাই) সকাল থেকে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থান থেকে শতশত যাত্রী ও যানবাহন ঘাট এলাকায় আসতে দেখা যায়। সকাল থেকে ঘাটে আসা যাত্রীরা মানছে না স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব।

যাত্রীর চাপে শিমুলিয়া থেকে বাংলাবাজারমুখী ফেরিগুলোতে পণ্যবাহী ও জরুরি যানবাহন পারাপারে বেগ পেতে হচ্ছে। পণ্যবাহী ও জরুরি যানবাহন উঠার আগেই যাত্রীরা ফেরিতে উঠে যাচ্ছে।

No description available.

বিআইডব্লিউটিসির এজিএম (মেরিন) আহম্মদ আলী বলেন, ‘পদ্মায় প্রচন্ড স্রোত। ১৬টি ফেরির মধ্যে এখন ১০টি ফেরি চলতে পারছে। অপর ফেরিগুলো স্রোতের কারণে চলতে পারছে না। ফেরিগুলোর পারাপারেও সময় লাগছে অনেক বেশি। শিমুলিয়ায় এখন কয়েকশ’ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে। সকাল থেকে এখানে পণ্যবাহী ট্রাক ও জরুরি পরিষেবার গাড়ির সঙ্গে যাত্রী ও ছোট গাড়ি পার হচ্ছে।’

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :