atv sangbad

Blog Post

atv sangbad > অপরাধ-অনুসন্ধান > বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

বোয়ালখালীতে মেয়াদোত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রির দায়ে জরিমানা

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি, এটিভি সংবাদ

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার গ্যাস বিক্রি ও মূল্য তালিকা সঠিক ভাবে না করার দায়ে ৫ প্রতিষ্ঠানকে ৫৫ হাজার টাকা জরিমানাসহ মোট ৭৪ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার (২২ জুলাই) বিকেলে বোয়ালখালী পৌরসদর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছেন

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন।

এ সময় তিনি বোয়ালখালী পৌরসভার ৪নং ওয়ার্ডের মুজাহিদ চৌধুরী পাড়া এলাকার মেয়াদ উত্তীর্ণ গ্যাস সিলিন্ডার বিক্রি করার দায়ে মোহাম্মদ আজিমকে ৩০ হাজার টাকা, মুন্সির হাট এলাকার আবছার উদ্দিনকে ২৫ হাজার টাকা, বোয়ালখালী উপজেলা সদরের তুলাতল এলাকার মেয়াদ উত্তীর্ণ পণ্য ও নোংরা পরিবেশে ব্যবসা করায় খোরশেদ আলমকে ৮ হাজার টাকা, নজরুল ইসলামকে ১০ হাজার টাকা এবং মোহাম্মদ ইকবালকে ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বোয়ালখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মামুন বলেন, মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা আদায় করার পাশাপাশি সংশ্লিষ্ট দোকানদারদের মেয়াদ উত্তীর্ণ সিলিন্ডার এবং মালামাল আগামী ৭দিনের মধ্যে সরিয়ে ফেলার নির্দেশনা প্রদান করা হয়।

তাছাড়া জনসাধারণকে গ্যাস সিলিন্ডার ক্রয়ের ক্ষেত্রে মেয়াদ দেখে ক্রয় করার জন্য অনুরোধ করা হয়েছে বলে জানান তিনি।

এটিভি/এস

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

ব্রেকিং নিউজ :